ওয়েব ডেস্ক: নিউজিল্যান্ডকে ভালো ব্যবধানে হারালে বিশ্বকাপের (ICC Women’s ODI World Cup 2025) নক-আউটে যেতে পারবে ভারতের মেয়েরা (India-W Vs New Zealand-W)। তাই বৃহস্পতিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের দিকে নজর রয়েছে ভারতের ক্রিকেটপ্রেমীদের। আর ম্যাচের গুরুত্ব বুঝে দুর্দান্ত ইনিংস খেললেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। মরণ-বাঁচন ম্যাচে হাঁকালেন সাহসী শতরান। আর সেই সঙ্গে স্মৃতির ঝুলিতে এল একাধিক রেকর্ড (Record)।
এদিনের ম্যাচে ইনিংসের শুরুতে সাবধানী ভঙ্গিমায় খেললেও সময়ের সঙ্গে ছন্দে ফেরেন স্মৃতি। একের পর এক এক্সোখ ধাঁধানো ড্রাইভ, কভার ড্রাইভ খেলে পেরিয়ে যান সেঞ্চুরির গণ্ডি। এদিন তিনি ৯৫ বলে ১০৯ রান করেন। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ৪টি ছক্কা দিয়ে।
আরও পড়ুন: অ্যাডিলেডেও শূন্য! রান নেই কোহলির ব্যাটে, কেরিয়ার কি শেষের পথে?
স্মৃতির এই শতরান যে শুধু ভারতকে বড় স্কোর গড়তে সাহায্য করবে, তা নয়। এই সেঞ্চুরিয়ন ইনিংস খেলে নিউজিল্যান্ডের সুজি বেটসকে ছাপিয়ে গেলেন তিনি। মহিলাদের আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক শতরানের মালিক হিসেবে উঠল মন্ধানার নাম। বর্তমানে তাঁর শতরানের সংখ্যা ১৪, যা বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক। তাঁর ওপরে আছেন কেবল প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিং, যার ঝুলিতে রয়েছে ১৫টি সেঞ্চুরি।
শুধু তাই নয়, একইসঙ্গে এদিন বিশ্বকাপ মঞ্চেও রেকর্ড গড়লেন স্মৃতি। এটাই মহিলা ওয়ানডে বিশ্বকাপে তাঁর তৃতীয় শতরান, যা তাঁকে ভারতের হয়ে সর্বাধিক শতরানের তালিকায় হরমনপ্রীত কউরের সমকক্ষ করে তুলেছে।
দেখুন আরও খবর: