ওয়েবডেস্ক: ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির মধ্যেই লাল বলের বাইশ গজের যুদ্ধ থেকে বিদায় নিয়েছেন রোহিত শর্মা। একই পথে হাঁটার কথা জানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ক্রিকেটের দুই বিজ্ঞাপন বিরাট ও রোহিতের টেস্ট ক্রিকেটে অবসর। আগামী মাসে ইংল্যান্ডে (England) যাবে ভারতীয় দল। জুনের ২০ তারিখ থেকে খেলা শুরু। বিসিসিআই (BCCI) সূত্রে খবর, টেস্ট ক্রিকেটে (Test Cricket) ভারতের সম্ভাব্য অধিনায়ক হতে চলেছেন শুভমন গিল (Shubman Gill)। সহ অধিনায়ক ঋষভ পন্থ। এর আগে রোহিতের অনুপস্থিতিতে যশপ্রীত বুমরাহ টেস্টে অধিনায়কত্ব করেছেন। টেস্টে বিদেশের মাটিতে পন্থের ভালো রেকর্ডের জন্য তাঁকে সহ অধিনায়ক করা হতে চলেছে। ইংল্যান্ডে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭-এর শুরু।
ফিটনেসের কারণে যশপ্রীত বুমরাহকে ক্যাপ্টেন করা হয়নি। আবার শুভমন গিলের মতো অতো জুনিয়রের ভাইস ক্যাপ্টেনও তাঁকে করা হয়নি। ফিটনেসের কারণেই গিলকে বেছেছেন অজিত আগরকরের কমিটি। তবে বিরাট কোহলির অবসরের সিদ্ধান্ত সামনে আসার আগে তাঁর নামই বিবেচনা হচ্ছিল। শেষমেষ ২৫ বছরের শুভমন গিলকে সামনে তুলে আনার সিদ্ধান্ত হয়েছে। তবে বিসিআইয়ের এই সিদ্ধান্ত সামনে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে। যেমন ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন মাইকেল ভন বিরাটের জন্য গলা ফাটিয়েছেন। তিনি লিখেছেন, আমি ভারতের সিদ্ধান্ত নিলে বিরাটকে ক্যাপ্টেন করতাম। শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন করা যেতে পারত।
আরও পড়ুন: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি
২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভাইস ক্যাপ্টেন ছিলেন গিল। ওই বছরেই আইপিএলে ডেবিউ। সম্প্রতি বর্ডার গাভাসকর ট্রফিতে ভালো পারফর্ম করেছেন তিনি। ভারতীয় এ দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ১৯৯৯ সালে পঞ্জাবের ফাজিলকা জেলার চক জয়মাল সিংওয়ালা গ্রামে জন্ম গিলের। তাঁর বাবা লখবিন্দর সিং একজন কৃষক। তাঁর ও ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল। ১২ বছর বয়সে প্রাক্তন ভারতীয় বোলার করসন ছাবরির নজরে পড়েন গিল। তাঁর সুপারিশ ঠাঁই হয় অনূর্ধ ১৯ দলের জন্য হওয়া শিবিরে।
দেখুন অন্য খবর: