স্পোর্টস ডেস্ক: ডাবল সেঞ্চুরি হাঁকালেন ভারত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। ইংল্যান্ডের মাটিতে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে দ্বিশতরান করলেন তিনি। জশ টংয়ের বল পুল করে ফাইন লেগে পাঠিয়েই উচ্ছ্বাস প্রকাশ করলেন গিল। ভারত ছয় উইকেট হারিয়ে ৪৮২ রান করেছে। কত রান করে ডিক্লেয়ারেশন দেন গৌতম গম্ভীর (Gautam Gambhir), সেই দিকেই এখন নজর।
গিল শুধু ভারতীয় না, প্রথম এশিয়ান অধিনায়ক হিসেবেও ইংল্যান্ডের মাটিতে দ্বিশতরান করলেন। ২০০২ সালের পর প্রথম ভারতীয় হিসেবে ২০০ করলেন গিল। চার নম্বরে বিরাট কোহলির (Virat Kohli) অভাব কতটা অনুভূত হবে তা নিয়ে এই সিরিজের আগে প্রবল জল্পনা চলেছিল। ব্যাট সমস্ত জল্পনা, আশঙ্কার অবসান ঘটালেন নতুন টেস্ট অধিনায়ক।
আরও পড়ুন: সেঞ্চুরি ফেলে এলেন জাদেজা, ডাবলের পথে গিল
Leading from the front 🫡
First Indian Captain to register a double-century in Test cricket in England 👏👏
Updates ▶️ https://t.co/Oxhg97g4BF#ENGvIND | @ShubmanGill pic.twitter.com/Pm7pq7GRA9
— BCCI (@BCCI) July 3, 2025
এজবাস্টনের এই পিচ পেস সহায়ক নয়। তার উপর মোটামুটি রোদ ঝকঝকে আবহাওয়া। ইংলিশ পেসাররা এমন বোলিং করছেন না যে ভারতীয় ব্যাটারদের চাপে ফেলা যায়। অফস্পিনার শোয়েব বশির একটা উইকেট পেয়েছেন বটে কিন্তু তিনি পরপর তিনটে বল এক জায়গায় রাখতে পারছেন না।
এই টেস্টে নেই জসপ্রীত বুমরা। কাজেই ইংল্যান্ড ব্যাটিংকে দুইবার অল আউট করে দেওয়া বেশ কঠিন হবে। তার উপর পিচ যথেষ্ট ব্যাটিং সহায়ক। ভারতের জন্য একটাই আশার কথা, ইংল্যান্ড চতুর্থ ইনিংসে ব্যাট করবে। ভারতের কাছে এই ম্যাচে দুই স্পিনার।
দেখুন অন্য খবর: