ওয়েব ডেস্ক: ঘরের মাঠে ইংরেজ বোলারদের ক্লাস নিচ্ছেন শুভমান গিল (Shubman Gill)। এজবাস্টন টেস্টে যেন আগুন ঝরাচ্ছে তাঁর ব্যাট। প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাঁকালেন ভারতের অধিনায়ক। জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে এর থেকে ভালোভাবে কেরিয়ারের শুরু হয়তো এর আগে কেউ করেননি। শনিবার অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন চা বিরতির আগেই শতরানের গণ্ডি পার করেন শুভমান। সেই সঙ্গে তিনি গড়েন একাধিক রেকর্ড।
প্রথম ইনিংসে ৫৮৭ রানের বিশাল স্কোর করে টিম ইন্ডিয়া। জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ডের শুরুটা খারাপ হলেও মাঝে স্কোরবোর্ডের হাল ধরেন হ্যারি ব্রুক এবং জেমি স্মিথ। দুজনের মধ্যে ৩০৩ রানের লম্বা পার্টনারশিপ হয়। ব্রুক করেন ১৫৮, স্মিথের ব্যাট থেকে আসে ১৮৪ রান। এর জেরে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪০৭ রান তোলে।
আরও পড়ুন: সিরাজের বোলিংয়ে ‘বড় পরিবর্তন’ দেখেই মুগ্ধ! কী বললেন শচীন?
প্রথম ইনিংসে ১৮০ রানে এগিয়ে থেকে ফের ব্যাট নামে টিম ইন্ডিয়া। শুরুটা ভালো হলেও লম্বা ইনিংস খেলতে পারেননি যশস্বী জয়সওয়াল। হাফ সেঞ্চুরি করে আউট হন কে এল রাহুলও। করুণ নায়ার ফের ব্যর্থ হন ব্যাট হাতে। তবে তারপর স্কোরবোর্ডের হাল ধরেন ঋষভ পন্থ এবং অধিনায়ক শুভমান গিল। পন্থ ৫৮ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হলেও সেঞ্চুরি হাঁকান গিল। এজবাস্টন টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশন শেষে ক্রিজে অপরাজিত রয়েছেন গিল (১০২*) এবং জাদেজা (৩২*)। ভারতের স্কোর ৪ উইকেটে ৩২৮ রান।
এদিকে ফের সেঞ্চুরি হাঁকিয়ে তিনি বিশ্বের নবম ব্যাটার হলেন যিনি প্রথম ইনিংসে ডবল সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন। এই তালিকায় সুনীল গাভাসকরের পর তিনি দ্বিতীয় ভারতীয় ব্যাটার হলেন। এছাড়াও অধিনায়ক হিসেবেও এই কীর্তি গড়া দ্বিতীয় ব্যাটার হলেন শুভমান। তাঁর আগে ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিরুদ্ধেই এই কীর্তি গড়েছেন ইংরেজ অধিনায়ক গ্রাহাম গুচ।
দেখুন আরও খবর: