স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৫-এ (IPL 2025) শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ব্যাটিং পরিসংখ্যানটা এক নজরে দেখা যাক। ১৭ ম্যাচে ৬০৫ রান, গড় ৫০.৩৩ এবং স্ট্রাইক রেট ১৭৫.০৭। হাফ-সেঞ্চুরি ছিল ছ’টি এবং ছয় মেরেছিলেন ৩৯টি। পঞ্জাব কিংসের অধিনায়কত্ব করেন এবং দলকে ফাইনালে তোলেন। এমন রেকর্ড যাঁর ঝুলিতে তাঁকে এশিয়া কাপে (Asia Cup 2025) ব্রাত্য রাখা হল। ১৫ জনের দলেও ঠাঁই হল না আইয়ারের।
লাল বলের ক্রিকেটে অনেকদিন ধরেই সুযোগ পান না। তাতে খুব একটা অসন্তোষের কারণ নেই, কিন্তু সাদা বলেও তাঁকে সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই (BCCI)। শুধুমাত্র ৫০ ওভারের ফর্ম্যাটের জন্যই রয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সকে (KKR) আইপিএল ট্রফি দেওয়া প্রাক্তন অধিনায়ক। এ নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুন: সহ-অধিনায়ক গিল! এশিয়া কাপে ভারতীয় দল ঘোষণা করল BCCI
এদিকে স্কোয়াড ঘোষণার আগে পর্যন্ত যাঁকে নিয়ে সবথেকে বেশি চর্চা চলছিল তিনি শুভমন গিল (Subhman Gill)। ভারতের টেস্ট ক্যাপ্টেন ইংল্যান্ড সিরিজে অবিশ্বাস্য ফর্মে ছিলেন। কিন্তু তা সত্ত্বেও এশিয়া কাপে খেলার সম্ভাবনা খুব একটা ছিল না। কারণ বিশেষজ্ঞেরা বলছিলেন, লাল বলের ক্রিকেট এবং সাদা বলের ক্রিকেটের অনেক পার্থক্য। কিন্তু পরিস্থিতি পুরো ঘুরে গেল। গিল শুধু সুযোগ পেয়েছেন তা-ই নয়, তাঁকে সহ-অধিনায়ক করা হয়েছে।
এশিয়া কাপে ভারতের দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হর্ষিত রানা, রিঙ্কু সিং।
দেখুন অন্য খবর: