লন্ডন: ওভালেই রেকর্ড গড়েছিলেন ইয়ান বথাম| আর সেই মাঠেই তাঁর ৩৬ বছর পুরনো রেকর্ড ভেঙে দিলেন শার্দূল ঠাকুর| টেস্ট ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানে ইয়ান বথামের রেকর্ড ভাঙলেন তিনি| তবে কপিল দেবকে এখনও টপকাতে পারলেন না|
ইংল্যান্ডের বিরুদ্ধে আবার দেখা গেল ভারতের ব্যাটিং বিপর্যয়| প্রথম ইনিংসে বিরাট কোহলির সঙ্গে একমাত্র অর্ধশতরান করেছেন শার্দূল| টেস্টের মঞ্চে রীতিমত আক্রমণাত্মক ছিলেন ব্যাটসম্যান শার্দূল ঠাকুর| ৩১ বলে অর্ধশতরান করেন তিনি|
১৯৮৬ সালে ইংল্যান্ডের মাটিতে বথাম ৩২ বলে অর্ধশতরান করে রেকর্ড গড়েছিলেন| বৃহস্পতিবার ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলে সেই রেকর্ড ভেঙে দিলেন শার্দূল| তাতেই আপ্লুত তিনি সহ ভারতীয় দলের বাকি সতীর্থরা| শার্দূলের গোটা ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারি|