কলকাতা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
Shane Warne: সৌরভের ইনস্টাগ্রাম পোস্টে কিসের বার্তা !
মোহালি থেকে দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২, ০৬:১৭:৩১ পিএম
  • / ২৭৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

বোর্ড সভাপতি-প্রাক্তন জাতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গেল! শ্যেন ওয়ার্ন- এর আকস্মিক মৃত্যুতে শুক্রবার রাত সাড়ে এগারোটায় এই পোস্ট করেন। সেই পোস্টে ব্যবহার তাঁর ফ্যান পেজের (মহারাজের দরবার) দুটি ছবির কোলাজ। ছবি নয়, তাঁর পোস্ট করা ভাষায় সকলে স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়ার কথা পড়ে চিন্তায়।

তিনি কী লিখেছেন ?

তাঁর ৪ লাইনের শোকবার্তায় শেষের লাইনটি বেশ লম্বা। সেখানেই সকলের চিন্তা। পঞ্চাশের কোটায় পা রাখা ‘ দাদা ‘কি আতঙ্কিত? এই কথা মোহালিতে প্রেস বক্সে, পঞ্জাব ক্রিকেট সংস্থার কর্তাদের সকলের মনে ধাক্কা দিচ্ছে।

মেয়ে সানা আর স্ত্রী ডোনাকে ইংল্যান্ডে রেখে সরাসরি শুক্রবার মোহালিতে ঢোকেন সকাল – সকাল। বিমাবন্দরে বিএমডব্লু গাড়ি তাঁকে নিয়ে আসে ম্যাচ শুরুর আগেই। বিরাট কোহলির শততম টেস্টে বোর্ডের তিন প্রথম সারির কর্তা হাজির হবেন ঠিক হয়। বোর্ড সভাপতি সৌরভ , বোর্ড সচিব জয় শাহ, কোষাধক্ষ্য অরুণ ধুমাল। আর দিল্লি থেকে চলে আসেন রাজীব শুক্লা। বোর্ডের সহ সভাপতি। বেশ খোশ মেজাজে ছিলেন সৌরভ।

বোর্ড কর্তাদের সঙ্গে মোহালিতে বসে খেলা দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিকেল ৪.২০ মিনিটের ইন্ডিগো বিমানে চড়ে কলকাতা রওনা হন। তখনও জানতেন না, অজি লিজেন্ড স্পিনার ওয়ার্ন আর নেই। কলকাতায় নামতে মোবাইল অন করতেই খবর পান। বারবার সব সোশ্যাল নেটওয়ার্কে যাচাই করেন। ভারতে ততক্ষনে তাঁর মৃত্যুর খবর সকলে জেনে গেছেন। সৌরভ আর বিস্তারিত খবর নিতে যাননি। ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে মত আদান প্রদান করেন। প্রায় সমবয়সী ওয়ার্ন এভাবে চলে যেতে পারেন মানতেই পারছিলেন না।

তাঁর অফিসের প্রতিনিধি সামলান তাঁর টুইটার অ্যাকাউন্ট। কিন্তু ইনস্টাগ্রাম নিজের পোস্ট করেন। ওয়ার্নকে নিয়ে সেই পোস্টটি করেন রাত সাড়ে এগারোটায়।
এবং এতো শব্দ এখানে ব্যবহার সৌরভ গঙ্গোপাধ্যায় সাধারণত করেন না। এই পোস্টে করলেন। যা লিখলেন তাঁর বাংলা তর্জমা হয় : ” বিশ্বাসই করতে পারছি না … অন্যতম গ্রেট …জীবন ঘোর অনিশ্চয়তায় ভরা… সকলকে মনে রাখতে হবে সবচেয়ে অন্য সব কিছুর চেয়ে গুরুত্ত্বপূর্ণ হল স্বাস্থ্য… এ নিয়ে কোনও আপোষ করাই চলে না”।

https://www.instagram.com/p/CasQlfHP3Q3/?utm_medium=copy_link

সৌরভ গঙ্গোপাধ্যায় এমন কথা লিখলেন যখন, সকলে এইটুকু জানে – থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছিলেন ওয়ার্ন। অজি তারকার জীবন যাপন নিয়ে নানান কথা প্রায়ই রটে। কিন্তু তিনি নিজের ইনস্টাগ্রামে শেষ কয়েক বছরের মধ্যে একধিকবার লিখেছিলেন, জীবন যাপন বদলে ফেলেছেন। আরও ফিট করে তুলছেন নিজেকে। সেই তিনি মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে চলে গেলেন।

সৌরভ সকলের জন্য স্বাস্থ্য সচেতন হতে এই পোস্ট করেছেন, নাকি তিনি জানতেন অন্য কিছু। ওয়ার্ন হয়তো জীবনটা নিয়মের ঘেরাটোপে রাখতেন না। নাকি সৌরভ নিজে,এমন আকস্মিক মৃত্যুতে ঘাবড়ে গেছেন?

আসলে এক বছর আগে তিনি হৃদপিণ্ডের সমস্যায় হাসপাতাল ভর্তি হয়েছিলেন। হার্ট ব্লকেজ থাকায় দুটি স্টেইন বসানো হয়। নিয়মিত ওষুধ খান। ওয়ার্কআউট করেন। খাওয়া দাওয়াতে লাগাম লাগিয়েছেন।

আসলে তিনি এই ঘটনায় কিছুটা বিহ্বল হয়েছিলেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাই কলকাতায় নামতেই নিজেই ফোনে করেন সেই বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি বিশেষ অনুষ্ঠানের প্রোডিউসারকে। শনিবার যে বিশেষ শুটিং ছিল – তা বাতিল করেন ঘটনাটি জানার পর। যাদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল, তাদের কাছে যে মোবাইল ম্যাসেজ যায়, তাতেও ওয়ার্ন – এর আকস্মিক মৃত্যুর কথা লেখা ছিল। এই পোস্ট প্রোডাকশনের আর ৬ দিনের শুটিং বাকি। এই পর্বে টলিউডের সব প্রথম সারির নায়ক – নায়িকাদের অংশ নেওয়ার কথা। সৌরভের একটি নাচের দৃশ্য শুটিং করা বাকি।
লন্ডন থেকে সরাসরি মোহালি হয়ে কলকাতায় ফিরে পরের দিন শুটিংয়ের ধকল নিতে চাননি সৌরভ। এটা তো তার ‘দাদাগিরি’ র কাজও ছিল না।

সব মিলিয়ে ওয়ার্ন-মৃত্যু অনেককে আবারও সচেতন করে দিয়ে গেল।

ছবি:সৌ টুইটার,নিজস্ব চিত্র।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

পুজোয় যত খুশি যাতায়াত করুন! বিশেষ কার্ড দেবে কলকাতা মেট্রো
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
যাদবপুরে স্থায়ী উপাচার্য নিয়োগের আশ্বাস রাজ্যপাল
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
মহানগরের মহাপুজো, ৬৬ পল্লী
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
পুজোতে ভিড়ে খুঁজে পাচ্ছেন না কাছের মানুষকে? মুশকিল আসান করবে লালবাজার
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় মোদির অবদান গত ১১ বছরে
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ভগবান বিষ্ণু সম্পর্কে বিতর্কিত মন্তব্য প্রধান বিচারপতির!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ভাদুকে আপন করে নিয়েছেন পুরুলিয়ার মেয়ে, বউরা
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
কংগ্রেস নেতার নির্বাচন বাতিল করল কর্ণাটক হাইকোর্ট!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
চালের স্বাদ-সুবাস দুইই ফিকে হচ্ছে? সঠিক পদ্ধতি মেনে ধুচ্ছেন তো?
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
বয়কটের হুমকির পর ফের মাঠের দিকে রওনা দিল পাক ক্রিকেটাররা!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
চিকিৎসায় গাফিলতির অভিযোগ! রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চাঁচলের নার্সিংহোমে
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
আইসিসির সেরা হলেন বরুণ, স্মৃতি, শীর্ষে অভিষেক, হার্দিকও
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
আজব অভিযোগ এনে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের হুমকি খালিস্তানিদের!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
হাইকোর্টের চাপ, মুখ্যসচিবের রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি, কী জানাল হাইকোর্ট?
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ভারতীয় সেনার হাতে আসছে নতুন অ্যাটাক হেলিকপ্টার!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team