কলকাতা: বলিউডের (bollywood) অন্যতম জনপ্রিয় বাবা-মেয়ের জুটি সুহানা খান (Suhana khan) এবং শাহরুখ খান (Shah Rukh Khan)। বাবা-মেয়ের একসঙ্গে জুটি বেঁধে কাজ দেখার জন্য বহুদিনই মুখিয়ে ছিলেন সকলে। তবে কোন সিনেমা, কার পরিচালনা বা কী ধরণের অভিনয় সেটা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে। জল্পনাও চলছিল কিছুদিন ধরে। অবশেষে দর্শকদের জন্য সুখবর। পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ ছবিতে স্ক্রিন শেয়ার করতে তাঁদের একসঙ্গে দেখা যাবে। ইতিমধ্যেই শ্যুটিং-এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, চলতি বছর জানুয়ারি থেকে ছবিটির শ্যুটিং শুরু করবেন।
বলিউড সূত্রে খবর, ‘সিদ্ধার্থ এবং শাহরুখ খান পাঠান ছবির মাধ্যমে একটি দুর্দান্ত বন্ধন তৈরি করেছে। সিদ্ধার্থ এই মুহূর্তে অ্যাকশনের সেরা পরিচালক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। এবং তিনি কিং ছবির সমস্ত অ্যাকশন দৃশ্যের তত্ত্বাবধানও করবেন। সিদ্ধার্থ এবং তাঁর টিম সক্রিয়ভাবে অ্যাকশন থ্রিলারটির সঙ্গে যুক্ত থাকবেন।’
আরও পড়ুন: প্রকাশ্যে ‘সিংহম এগেইন’-এ অজয়ের প্রথম লুক
বর্তমানে শাহরুখ রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। যা ২১ ডিসেম্বর মুক্তি পাবে। পাঠান এবং জওয়ানের ব্যাপক সাফল্যের উপর ভিত্তি করে এসআরকে ২০২৩ সালে আরও একটি ছবি মুক্তির পথে। একইসঙ্গে দ্য আর্চিস ছবিটিও আসতে চলেছে। যেখানে কন্যা সুহানা প্রথমবার নিজেকে পর্দায় তুলে ধরবেন।
দেখুন আরও অন্য খবর