কলকাতা টিভি ওয়েবডেস্ক: ম্যাচের মাঝেই বুকে ব্যথা| হাসপাতালে ভর্তি আর্জেন্তাইন তারকা সের্জিও আগুয়েরো| অবস্থা আপাতত স্থীতিশীল হলেও, কার্ডিয়াক টেস্ট হবে বার্সেলোনা তারকার| তাতেই বাড়ছে উদ্বেগ| বার্সা থেকে ম্যাঞ্চেস্টার সিটি দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে|
শনিবার লা লিগায় আলাভেসের বিরুদ্ধে মাঠে নেমেছিল বার্সেলোনা| কোম্যান বিদায়ের পর এই প্রথমবার মাঠে নেমেছিল তারা| সেই ম্যাচে শুরু থেকেই দলের প্রধান স্ট্রাইকারের দায়িত্ব ছিল আগুয়েরোর কাঁধে| কিন্তু ম্যাচ শুরুর থেকেই অসুস্থ বোধ করতে থাকেন আর্জেন্তাইন তারকা|
?????? ???? | @aguerosergiokun reported chest discomfort and has been admitted to the hospital for a cardiac exam pic.twitter.com/7du9VIz5zO
— FC Barcelona (@FCBarcelona) October 30, 2021
বুকে ব্যথা অনুভব করেন এবং চোখেও হঠাত্ ঝাপসা দেখতে থাকেন তিনি| এই অবস্থার কথা জানানোর পরই তাঁকে আর মাঠে রাখার ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট| প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আগুয়েরোকে তুলে নেন দলের ভারপ্রাপ্ত কোচ| সেখানেই শুরু হয় প্রাথমিক চিকিত্সা| এরপরই আগুয়েরোকে হাসপাতালে ভর্তি করা হয়|
শোনাযাচ্ছে আপাতত কয়েকদিন হাসপাতালে থাকতে হবে এই তারকা ফুটবলারকে| সেখানে তাঁর হার্টের নানান পরীক্ষা নীরিক্ষা করবেন চিকিত্সকরা| ফুটবল মাঠে এমন ঘটনা প্রথম নয়|
এর আগে দলের সঙ্গে অনুশীলন করার সময় হঠাত্ই বুকের ব্যথায় মাঠে পড়ে গিয়েছিলেন ইকের ক্যাসিয়াস| হৃদরোগে আক্রান্ত হন তিনি| হাসপাতালে বুকে স্টেন্ট বসাতে হয় ক্যাসিয়াসকে|
হঠাত্ আগুয়েরোর বুকে ব্যথায় মাঠ ছেড়ে বেড়িয়ে যাওয়া যেন সেই ঘটনার স্মৃতিই উষ্কে দিচ্ছে| যদিও তিনি হৃদরোগে আক্রান্ত কিনা তা এখনই স্পষ্ট নয়| যদি এমনটা হয় তবে বিশ্বকাপের আগে আর্জেন্তিনার কাছে এটা যে বড় ধাক্কা হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না|