মদরিচ, মান্দজুকিচদের একদা সতীর্থ এবার এসসি ইস্টবেঙ্গলে| বৃহস্পতিবার আইএসএলের জন্য ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল লাল-হলুদ ব্রিগেড| ক্রোয়শিয়ান ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচকে এক বছরের চুক্তিতে নিয়ে এলেন লাল-হলুদ কর্তারা| সেইসঙ্গে দল গঠনও মোটামুটি শেষ তাদের|
ক্লাব কর্তাদের সঙ্গে সমস্যা মেটার পর, হাতে একেবারেই কম সময় পেয়েছিলেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা| ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে দেশীয় ফুটবলারদের সই হয়ে গিয়েছিল| শুধু বাকি ছিল বিদেশিদের নিয়ে আসার| যা নিয়ে জোর জল্পনাও চলছিল|
বেশিরভাগ ফুটবলারই বিভিন্ন ক্লাব পেয়ে গিয়ছেন| ফ্রি প্লেয়ারদের থেকেই বাছতে হবে ইস্টবেঙ্গলকে| এরইমাঝে আবার লাল-হলুদে কোচ পরিবর্তন| রবি ফাউলারের পরিবর্তে কোচ হিসাবে আনা হয় ম্যানুয়েল মানোলো দিয়াজকে| তাঁর তত্ত্বাবধানেই শুরু হয় বিদেশি ফুটবলারকে সই করানোর কাজ|
সেপ্টেম্বর থেকেই একের পর এক বিদেশি ফুটবলারদের নাম ঘোষণা শুরু করে ইস্টবেঙ্গলের| যার মধ্যে এবার ক্রোয়েশিয়ান ফুটবলারদেরই পাল্লা ভারী লাল-হলুদ ব্রিগেডে| ষষ্ঠ বিদেশি হওয়ার পাশাপাশি তিন নম্বর ক্রোয়েশিয়ান ফুটবলার হিসাবে এসসি ইস্টবেঙ্গলে সই করলেন আন্তোনিও|
২০১৭ সালে ক্রোয়েশিয়ার সিনিয়র দলের সদস্য ছিলেন পেরোসেভিচ| খেলেছেন দুটো ম্যাচ| চিনের বিরুদ্ধে ক্রোয়েশিয়ার জার্সিতে অভিষেক হয়েছিল এই তারকার| ক্রোট তারকা মান্দজুকিচ, মদরিচ, পেরিসিচদের মতো তারকাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর| যা আইপিএলের মঞ্চে লাল-হলুদকে সাহায্য করবে বলেই আশাবাদী অনেকে|
সেইসঙ্গে ক্রোয়েশিয়ার ক্লাবের পাশাপাশি খেলেছেন হাঙ্গেরির ক্লাবে| পুসকাস অ্যাকাডেমি দিয়ে হাঙ্গেরিতে খেলা শুরু এই ফরোয়ার্ডের| খেলেছেন হাঙ্গেরির অন্যতম সেরা ক্লাব উজপেস্ট এফসিতে| ১৩টি ম্যাচে সেই দলের প্রথম একাদশেও ছিলেন এই তারকা|
এবার আইএসএলে সেই পেরোসেভিচকেই দেখা যাবে লাল-হলুদ জার্সিতে| কলকাতায় পা রাখার আগেই ইস্টবেঙ্গলের সমর্থক সম্বন্ধে জেনে গিয়েছেন তিনি| তাদের সাাফল্য দেওয়ার পাশাপাশি চির প্রতিদ্বন্দ্বী এটিকে-মোহনবাগনের বিরুদ্ধে ডার্বিত নামার জন্যও মুখিয়ে রয়েছেন তিনি|
আগামী ২১ নভেম্বর এবারের আইএসএলে প্রথম ম্যাচে নামবে এসসি ইস্টবেঙ্গল| দ্বিতীয় ম্যাচই ডার্বি|