কলকাতা: মাত্র এক সপ্তাহ সময়৷ তার মধ্যেই দেশীয় ব্রিগেড গড়ে ফেলল এসসি ইস্টবেঙ্গল৷ ১৯ জন দেশীয় ফুটবলারকে সই করিয়ে ফেলল লাল-হলুদ ব্রিগেড৷ সময় কম পেলেও, দল গঠনে চমক দিল ইস্টবেঙ্গল৷ হায়দরাবাদ এফসি থেকে লোনে আদিল খানকে সই করাল এসসি ইস্টবেঙ্গল৷
গত বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বিনিয়োগকারী সংস্থার সঙ্গে ক্লাবের সমস্য মিটেছে৷ আসন্ন আইএসএলেও এসসি ইস্টবেঙ্গল হিসাবেই লাল-হলুদ ব্রিগেডের খেলতে নামার কথা জানানো হয়৷ এরপরই প্রধান চ্যালেঞ্জ ছিল দল গঠন৷ যা গত বুধবার থেকেই শুরু করে দিয়েছিলেন লাল-হলুদ কর্তারা৷
🤝DONE DEAL🤝
.@AmarjitKiyam8 is 𝓞𝓤𝓡𝓢!
The 20-year old defensive midfielder has put pen to paper 📝on a loan deal from @FCGoaOfficial for the @IndSuperLeague season 2021/22.
Join us in welcoming our new signing! 🔴🟡 #WelcomeAmarjit #JoyEastBengal #WeAreSCEB #HeroISL pic.twitter.com/HoC9QYbA8C
— East Bengal FC (@eastbengal_fc) August 31, 2021
🚨 OFFICIAL: Defender @adilahmedkhan08 joins SC East Bengal on loan for the 2021-22 season. #HyderabadFC 💛🖤 pic.twitter.com/ITBv3qAgt1
— Hyderabad FC (@HydFCOfficial) August 31, 2021
ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগেই দেশীয় ব্রিগেড তৈরি করে ফেলল তারা৷
গোলরক্ষক: শঙ্কর রায়, মিরশাদ
ডিফেন্স: আদিল খান, রোহেন সিং, হাওবাম সিং, হীরা মন্ডল, সারিনিও ফার্নান্ডেজ
মিডফিল্ডার: মহম্মদ রফিক, ওয়াহেংবাম অ্যাঙ্গুসানা, ইউমনাম সিং, বিকাশ জাইরু, সুরচন্দ্র সিং, লোকেন মেইতি, সঙপু সিঙ্গসিত,সৌরভ দাস, অমরজিৎ সিং
ফরোয়ার্ড: জ্যাকিচাঁদ সিং, রোমিও ফার্ণান্ডেজ, শুভ ঘোষ, জেজে লালপেখলুয়া
দেশীয় ব্রিগেড প্রস্তুত হয়ে গেলেও এখনও পর্যন্ত বিদেশী স্কোয়াড কী হবে তা অবশ্য কিছু জানানো হয়নি৷ তবে শোনা যাচ্ছে রবি ফাউলার নাকি বিদেশি স্কোয়াড মোটামুটি প্রস্তুত করে ফেলেছেন৷