নজির গড়লেন সমীর বন্দ্যোপাধ্যায়| লিয়েন্ডার পেজের পর আরেক বাঙালি হিসাবে জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন ১৭ বর্ষীয় সমীর| ভিক্টর লিলভকে স্ট্রেট সেটে হারালেন তিনি|
ভারতীয় বংশোদ্ভূত হলেও আমেরিকার প্রতিনিধি হিসাবেই উইম্বলডনের মঞ্চে নেমেছিলেন তিনি| শুরু থেকেই গায়ে উঠেছিল জায়ান্ট কিলারের তকমা| ফাইনালেও সেই ধারা বজায় রাখলেন তিনি| ৭-৫, ৬-৩ সেটে জিতে প্রথম উইম্বলডন ট্রফিটা হাতে তুললেন এই ইন্দো-আমেরিকান উঠতি তারকা|
১৯৮০ সালে তাঁর বাবা আমেরিকায় পাড়ি দেন| সমীরের জন্মও সেখানেই| টেনিস খেলা শুরুও সেখানেই| এবারের জুনিয়রের উইম্বলডনের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন সমীর বন্দ্যোপাধ্যায়| শেষপর্যন্ত জয়ের হাসি ফুটল তাঁরই মুখে|
এর আগে ১৯৯০ সালে বাঙালি হিসাবে জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন লিয়েন্ডার পেজ| ৩১ বছর পর জুনিয়র উইম্বলডনের মঞ্চে উথ্থান ফের এক বাঙালির|