মুম্বই: এবার বড় বিপাকে বলিউড অভিনেতা শাহিদ কাপুর (Shahid Kapoor)। গোয়ায় আয়োজিত হয়েছে ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আইএফএফআই (IFFI)-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন বলিপাড়ার বহু তারকা। সেই মঞ্চে নাচতে নাচতে স্টেজের সামনের দিকে চলে এসেছিলেন শাহিদ কাপুর। আচমকা তাঁর ডান পা সামনের ফাঁকা জায়গায় ঢুকে যায়। হাত দিয়ে কোনওমতে ভারসাম্য রক্ষা করেন অভিনেতা।
এক মুহূর্তের জন্য যেন ফ্রিজ হয়ে গিয়েছিলেন। কিন্তু পেশাদার নৃত্যশিল্পী ছিলেন তিনি। চোখের পলক পড়তে না পড়তেই সামলে ফেলেন নিজেকে। উঠে আবার নাচতে শুরু করেন। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও।
আরও পড়ুন: অনুষ্কা-আথিয়া’কে নিয়ে বিতর্কিত মন্তব্য ‘হরভজনে’র
Shahid Kapoor falls while performing at 54 #IFFI opening in Goa
Watch full video: https://t.co/KCQFnCdekO #goa #Bollywood #iffiGoa #iffi54 #shahidkapoor pic.twitter.com/mo8bCXB726
— Clinton Dsouza (@_iamclinton_) November 20, 2023
মাত্র ১৫ বছর বয়স থেকে শ্যামক দাবরের গ্রুপে নাচ করছেন। তাঁর সঙ্গে ছন্দ মেলাতে পারা সহজ নয়, তারকাদের পাশাপাশি কোরিওগ্রাফাররাও একথা মানেন। সেই শাহিদ কাপুর (Shahid Kapoor) গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে নাচতে গিয়ে পড়ে গেলেন।
অন্য খবর দেখুন: