ভারতীয় অলিম্পিয়ানদের তাতাতে সচিন তেন্ডুলকরের বার্তা| এবারের অলিম্পিকে ভারতীয়দেল সাফল্য আসার ব্যপারে আশবাদী মাস্টার ব্লাস্টার|
আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক| ২৪ তারিখ থেকেই পদকের লড়াইয়ে নেমে পড়বেন ভারতীয় তারকারা| তাদের উজ্জীবিত করতেই সচিনের বার্তা|
অলিম্পিকের মঞ্চে লড়াইটা যে কঠিন তা মাস্টার ব্লাস্টারও ভালভাবেই জানেন| এই নতুন ভারতীয় দল যে সমস্ত চ্যালেঞ্জ টপকে পদকের লক্ষ্যে এগিয়ে যেতে পারবে সে ব্যপারে আশাবাদী তিনি|
The legendary @sachin_rt is cheering for our Indian athletes at @Tokyo2020 ? ?
Let's join him & #Cheer4India ?? ? ?@IndiaSports | @Media_SAI | @WeAreTeamIndia pic.twitter.com/6Rc0N0bVlq
— BCCI (@BCCI) July 19, 2021
অন্যন্যবারের চেয়ে ভারতের ঝুলিতে পদকের সংখ্যাও এবার বাড়বে বলেই মনে করেন সচিন তেন্ডুলকর| তাই তো সচিনের মুখেও এখন চিয়ার ফর ইন্ডিয়া স্লোগান| একইসঙ্গে দেশবাসীকেও অ্যাথলিটদের চিয়ার করার জন্য আহ্বান করেছেন সচিন|
অলিম্পিকে ভারতীয়দের নিয়ে প্রত্যাশা যে বাড়ছে তা বলাই বাহুল্য| সচিন, কোহলিদের বার্তায় সিন্ধু, সুতীর্থা, মেরি কমদের আত্মবিশ্বাস যে আরও বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না|