স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সমগ্র ক্রিকেট বিশ্ব তাঁকে বিদায়বার্তায় সম্মান জানাচ্ছেন। তবে যাঁকে নিজের পূজ্য দেবতা হিসেবে দেখতেন বিরাট, সেই শচীন তেন্ডুলকরের বার্তা নিশ্চয়ই সবথেকে স্পেশ্যাল। শচীন শুধু হৃদয়স্পর্শী বার্তাই দেননি, মনে করিয়ে দিয়েছেন এক ঘটনার কথা। এ ঘটনা শচীনের শেষ টেস্টের।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেরিয়ারের ২০০তম তথা শেষ টেস্ট খেলেছিলেন ভারতীয় ক্রিকেটের ঈশ্বর। উপহার হিসেবে তাঁকে বিরাট তাঁর প্রয়াত পিতার পৈতে দিতে যান। যদিও তা নেননি শচীন। তবে বিরাটের সেই উপহার দিতে চাওয়া তিনি আজও মনে রেখেছেন।
আরও পড়ুন: টেস্ট অধিনায়ক হিসেবে কেন ফেভারিট শুভমান?
সোশাল মিডিয়ায় উত্তরসূরির বিদায়বেলায় মাস্টার ব্লাস্টার লেখেন, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলে তুমি, আমার মনে পড়ল ১২ বছর আগে তোমার এক চিন্তাশীল আচরণ। তোমার প্রয়াত পিতার পৈতে দিতে চেয়েছিলে আমাকে, কিন্তু এটা এতই ব্যক্তিগত জিনিস ছিল যে আমি গ্রহণ করতে পারিনি। তবে তোমার ওই মন ভরিয়ে দেওয়া আচরণ আমার মনে রয়ে গিয়েছে সেই থেকে। আমি হয়তো তোমায় পৈতে দিতে পারব না, তবে জেনে রেখো, তোমার প্রতি আমার গভীরতম প্রশংসা এবং শুভেচ্ছা রয়েছে।
শচীন আরও লেখেন, বিরাট কোহলি, অসংখ্য তরুণ ক্রিকেটারকে এই খেলা বেছে নেওয়ার অনুপ্রেরণা জুগিয়েছ, এটাই তোমার সত্যিকারের পরম্পরা। কী অসাধারণ টেস্ট কেরিয়ার তোমার, রানের থেকেও ভারতীয় ক্রিকেটকে তুমি এত কিছু দিয়েছ। নতুন প্রজন্মের প্যাশনেট ভক্ত এবং ক্রিকেটারদের জন্ম দিয়েছ তুমি। খুব স্পেশাল টেস্ট কেরিয়ারের জন্য অভিনন্দন।
অন্য খবর দেখুন