স্বপ্ন দেখেছিলেন তারাও| কিন্তু সৌরভ থেকে সচিন তেন্ডুলকর কারোরই সেই স্বপ্ন পূরণ হয়নি| ওভালের মাটিতে টেস্ট জের স্বপ্ন অধরাই থেকে গেছে তাদের| দীর্ঘ ৫০ বছরের সেই অপেক্ষার অবসান হয়েছে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর| বিরাট কোহলির হাত ধরে ওভালে ফের টেস্ট জিতল ভারত|
ভারতের টেস্ট জার্সি পরে যতবারই ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে নেমেছিলেন তারা, ততবারই হয়ত জন্মের আগে ৭১ সালের সেই কীর্তির কথা স্মরণে এসেছে সচিন, সৌরভ সহ অন্যান্য সকল ক্রিকেটারেরই| কিন্তু ওভালে সেই সাফল্য পেতে পারেননি তারা|
সোমবার গোটা দিন হয়ত টিভির পর্দা থেকে চোখ সরাতে পারেননি সৌরভ থেকে সচিন কেউই| আর ম্যাচ শেষে তারই প্রতিফলন দেখা গেল তাদের ট্যুইটার হ্যান্ডেলে| এমন ঐতিহাসিক মুহূর্তে নিজেদের উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না দুজনের কেউই|
সচিন তেন্ডুলকর তো লিখেই ফেললেন, প্রতিটা ধাক্কার পর ভারতের ফিরে আসাটা সত্যিই অসাধারণ| ইংল্যান্ডের বিনা উইকেটে ৭৭ থেকে এই ফলাফলে তিনি মুগ্ধ| এবার ৩-১ ফলাফল দেখতে চান|
What a comeback! 🇮🇳👏🏻
The boys just kept bouncing back after every setback. What a way to stamp authority on the last day when England were 77/0. Way to go guys!
Let’s make it 3-1. 😀#ENGvIND pic.twitter.com/tHjrtE5Bo8
— Sachin Tendulkar (@sachin_rt) September 6, 2021
একইরকম সুর সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলাতেও| এদিন আর বোর্ড সভাপতি হিসাবে নয়, প্রাক্তন ভারত অধিনায়ক হিসাবেই শুভেচ্ছা বার্তা জানালেন তিনি| এই ভারতীয় দলের দক্ষতার পাশাপাশি চাপের মুখে খেলার মানসিকতাতে আপ্লুত তিনি|
Great show ..The skill is the difference but the biggest difference is the absorbing power of pressure..indian cricket is far ahead then the rest @BCCI
— Sourav Ganguly (@SGanguly99) September 6, 2021
দেশীয় তারকারা তো রয়েছেনই| সেই সঙ্গে বিদেশী ক্রিকেট তারকারাও আপ্লুত বিরাট বাহিনীর এই সাফল্যে| শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শেন ওয়ার্ন থেকে এডি ডেভিলিয়র্সের মতো প্রাক্তন ক্রিকেটাররাও|
Congratulations .@imVkohli & the entire Indian team on another terrific win. What you guys have all achieved together over the last 12 months is absolutely magnificent ! Clearly the best test team in the world & that title is thoroughly deserved too ! Long live test cricket ❤️❤️
— Shane Warne (@ShaneWarne) September 6, 2021
Well played India, well Captained @imVkohli and amazing skill and guts from a few individuals. Also well played @root66 & England! Great ad for our beautiful game! Excited for the finale
— AB de Villiers (@ABdeVilliers17) September 6, 2021
Tough situations build strong people. Onto the next one. #TeamIndia 🇮🇳💪 pic.twitter.com/fJx8A240MS
— Virat Kohli (@imVkohli) September 6, 2021
এখন সব চোখ শুধুই ম্যাঞ্চেস্টারে|