টোকিও অলিম্পিকে ৪১ বছরের অপক্ষার অবসান হয়েছে| ২০২১ সালে ফের অলিম্পিকের মঞ্চে হকির পোডিয়ামে উঠেছিল ভারত| বহুদিনের অধরা স্বপ্ন পূরণ হয়েছে| সেই মধুর স্মৃতি নিয়েই মেন ইন ব্লুজ শিবিরকে বিদায় জানাচ্ছেন রুপিন্দর পাল সিং| ভারতীয় হকি দল থেকে অবসর নিলেন এই তারকা ডিফেন্ডার|
অলিম্পিকের মঞ্চে ভারতের মেডেল খরা কাটানোর লড়াইয়ে অন্যতম সফল যোদ্ধা ছিলেন তিনি| প্রতিপক্ষের আক্রমণ যেমন থামিয়ে দিয়েছেন| তেমন কঠিন সময়ে গোল করে ভারতকে জয়ও এনে দিয়েছেন তিনি| ভারতীয় হকি দলের হয়ে পেয়েছেন বহু সাফল্য| যদিও সবকিছুর মধ্যে সেরা অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের মুহূর্তটাই|
অলিম্পিকে পদক জয় হয়ে গিয়েছে| আর হয়ত অপেক্ষাটা করতে চাইছেন না রুপিন্দর পাল সিং| সোশ্যাল সাইটেই নিজের অবসরের কথা ঘোষণা করেছেন তিনি| সেখানেই চিঠি লিখে সকলকে বার্তাও দিয়েছেন এই তারকা ভারতীয় হকি খেলোয়াড়|
Hi everyone, wanted to share an important announcement with you all. pic.twitter.com/CwLFQ0ZVvj
— Rupinder Pal Singg (@rupinderbob3) September 30, 2021
অলিম্পিকের মঞ্চে প্রতি ম্যাচেই রক্ষণে দুরন্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন সকলের| সেইসঙ্গে গোলও রয়েছে চারটি| স্পেনের বিরুদ্ধে রয়েছে জোড়া গোল| এছাড়া গোল পয়েছিলেন নিউজিল্যান্ড এবং জার্মানির বিরুদ্ধে|
অলিম্পিকের পাশাপাশি, ২০১১, ২০১৪ এবং ২০১৬ সালে ভারতের হয়ে এশিয়ান গেমসে সোনা জয়া দলের সদস্য ছিলেন তিনি| ২০১৮ সালের কমনওয়লথে জিতেছেন ব্রোঞ্জ মেডেল| ভারতের ২২৩টি ম্যাচ খেলা সেই রুপিন্দরই এবার হকিস্টিক তুলে রাখার সিদ্ধান্ত নিয়ছেন|
তিনি জানিয়েছেন, ‘তরুণ খেলোয়াড়দের উঠে আসার সময় এখন| নতুনদের রাস্তা করে দিতেই দীর্ঘ ১৩ বছরের কেরিয়ারে ইতি টানলাম| শেষ কয়েকমাস আমার জীবনের সেরা সময়| অলিম্পিকের পোডিয়াম উঠতে পেরেছি| সেইসব স্মৃতি নিয়েই এখন অবসরে যেতে চাই’|
রুপিন্দরের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন সকলে| আপাতত নিজের মতো করেই সময় কাটাতে চান ভারতের তারকা হকি খেলোয়াড়|