ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে আসার প্রস্তুতি শুরু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর| লিসবনে মেডিক্যাল হয়ে গিয়েছে| এখন ক্লাবে যোগ দেওয়ার অপেক্ষায় সি আর সেভেন|
দীর্ঘ ১২ বছর পর ফের ম্যাঞ্চেস্টারে ইউনাইটেডে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো| স্যার অ্যালেক্স ফার্গুসনের ফোনে নাটকীয়ভাবে ফের নিজের পুরনো ক্লাবে সি আর সেভেন| তুরিন থেকে লিসবন পৌঁছেছেন দুদিন আগেই|
সেখানে তাঁর মেডিক্যাল হওয়ার কথা| সোমবারই সমস্ত কাজ হয়ে গিয়েছে| অফিসিয়াল কাগজপত্র যা সই হওয়ার সেসবও হয়ে গিয়েছে| সব মিলিয়ে ২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে রেড ডেভিলস শিবিরে ফিরছেন রোনাল্ডো|
এখন শুধু তাঁর ম্যাঞ্চেস্টারে পা রাখার অপেক্ষা| সি আর সেভেনকে স্বাগত জানাতে প্রস্তুত অগুন্তী রোনাল্ডো ভক্ত|