লন্ডন: দুরন্ত কামব্যাক৷ ওভালে দ্য হিটম্যান শো৷ নজির গড়ার দিনই বিদেশের মাটিতে প্রথমবার টেস্টে শতরান পেলেন রোহিত শর্মা৷ তৃতীয় দিন ২০৫ বলে শষতরান পেলেন বিরাট শিবিরের দ্য হিটম্যান৷ টেস্ট ক্রিকেটে ৮ নম্বর সেঞ্চুরি পেলেন রোহিত৷
টেস্ট ক্রিকেটে শেষবার ফেব্রুয়ারিতে শতরান পেয়েছিলেন তিনি৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন তিনি৷ তবে সেটা ছিল দেশের মাটিতে৷ এবারও প্রতিপক্ষ সেই ইংল্যান্ড৷ তবে ঘরের মাঠে নয়, ওভালের মাটিতে সেঞ্চুরি পেলেন এবার৷
? for HITMAN
First away Test ton for @ImRo45 ??
He also breaches the 3K Test-run mark.#TeamIndia #ENGvIND pic.twitter.com/KOxvtHQFGB
— BCCI (@BCCI) September 4, 2021
এতদিন সাতটা সেঞ্চুরি ছিল রোহিতের পকেটে৷ কিন্তু সবকটিই ছিল দেশের মাটিতে৷ ইংল্যান্ডেই প্রথম অ্যাওয়ে টেস্ট সেঞ্চুরি করলেন হিটম্যান৷