ওয়েব ডেস্ক: চলছে আইপিএল (IPL), আর তারই মাঝেই বিরাট সিদ্ধান্ত নিলেন হিটম্যান রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি ঘোষণা করে দেন, ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে আর দেখা যাবেনা তাঁকে। অর্থাৎ, টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে অবসর নিলেন রোহিত। তবে রোহিত ভক্তদের হতাশ হওয়ার কোন কারণ নেই। কারণ ওয়ান ডে ফর্ম্যাটে স্বমহিমায় খেলা চালিয়ে যাবেন তিনি।
আরও পড়ুন: প্রথম ভারত-পাক ম্যাচের অভিজ্ঞতা খোলসা করলেন কোহলি
উল্লেখ্য, গত বছর অধিনায়ক হিসাবে টি-২০ বিশ্বকাপ জেতার পরই আন্তর্জাতিক ক্রিকেটে টি-২০ ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত। তাঁর সঙ্গেই, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে বিদায় ঘোষণা করেছিলেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজাও। তবে রোহিত জানিয়েছিলেন, বাকি দুই ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি। আর এবার আইপিএল ২০২৫ চলাকালীন তিনি অবসর নিলেন টেস্ট ক্রিকেট থেকে।
দেখুন অন্য খবর