ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) বর্তমান যুগের দুই স্তম্ভ রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। আন্তর্জাতিক স্তরে দেশের সাফল্য কিংবা ব্যর্থতার অনেকটাই নির্ভর করে এই দুজনের উপর। জানেন কি, নতুন রেকর্ড গড়তে চলেছে রোহত-বিরাট জুটি?
আজকের ম্যাচে আর মাত্র ২ রান করলে বিশ্ব ক্রিকেট নয়া মাইলফলক স্পর্শ করবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।
রোহিত-বিরাট কী নয়া রেকর্ড করবেন?
* ২ রান করলে ODI-তে দ্রুততম হিসেবে ৫০০০ রান করবে এই জুটি
* জুটিতে তাঁদের রান ৮৫ ইনিংসে ৬২.৪৭ গড়ে ৪৯৯৮
* ODI ক্রিকেটের ইতিহাসে তাঁরাই প্রথম জুটি যাঁদের গড় ৬০-এর বেশি
* রোহিত-বিরাটের ১৮টি সেঞ্চুরি পার্টনারশিপও রয়েছে
* ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গর্ডন গ্রিনিজ এবং ডেসমন্ড হেইন্সকে টপকে যাবেন
* ক্যারিবিয়ান জুটি ৯৭টি ইনিংসে দ্রুততম ৫০০০ ওয়ানডে রানের রেকর্ড করেছিলেন