ভারতীয় শিবিরে করোনা হানা| ইংল্যান্ড সিরিজের আগে চিন্তায় বিরাট শিবির| করোনায় আক্রান্ত ঋষভ পন্থ| আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি|
ইংল্যান্ডো কোনও এক আত্মীয়ের বাড়িতে আপাতত আইসোলেশনে রয়েছেন ভারতীয় দলের তারকা উইকেট কিপার| নির্ধারিত সময়ের কয়েকদিন পরই দলের সঙ্গে ডারহ্যামে যোগ দেবেন ঋষভ|
হঠাত্ করেই গলাব্যথা দেখা দিয়েছিল তাঁর| উপসর্গ দেখার পরই কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁর পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট| করোনার ফল পজিটিভ আসার পরই আইসোলেশনে চলে গিয়েছেন ঋষভ| একইসঙ্গে দলের যারা তাঁর সংস্পর্ষে এসেছিলেন তাদেরকেও তিন দিনের আইসোলেশনে রাখা হয়েছে|
ঋষভের করোনা আক্রান্তের খবর বাইরে আসতেই ভারতীয় ক্রিকেটার বায়োবাবল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে| তাঁরা কতটা বিধি-নিষেধ মেনে চলছে তা নিয়েও চলছে নানান আলোচনা|
ইউরো কাপ চলাকালীন ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন ঋষভ পন্থ| তাঁর মুখে মাস্ক না থাকায় বিতর্ক কম হয়নি| আরও অনেক ক্রিকেটারকেই মাস্ক ছাড়া ইউরো কাপের ম্যাচে দেখা গিয়েছিল|
এরপরই ঋষভ পন্থের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা| যা ক্রিকেটারদের বিধি-নিষেধ মানা নিয়ে প্রশ্ন ওঠার জন্য হয়ত যথেষ্ট| ভারতীয় দল ঘিরে যে নতুন বিতর্ক শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না|