আইসোলেশন সম্পূর্ন| সবকিছু ঠিকঠাক চললে ২১ জুলাই ডারহ্যামে ভারতীয় শিবিরে যোগ দিতে পারেন ঋষভ পন্থ| যদিও কাউন্টি একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না তিনি|
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে প্রস্তুতিতে কোনওরকম ফাঁক রাখতে চাননা বিরাট কোহলিরা| তাই মঙ্গলবার কাউন্টি একাদশের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচে নামছে ভারতীয় দল|
সেই ম্যাচেই খেলতে পারবেন না ঋষভ পন্থ| করোনায় আক্রান্ত হওয়ায় লন্ডনে এক আত্মীয়ের বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি| ১০ দিনের আইসোলেশন পূর্ণ হয়েছে| এখন তিনি সুস্থ| তবুও তাঁকে খেলানোর ঝুঁকি নিতে চায়না ভারতীয় টিম ম্যানেজমেন্ট|
তিনি করোনামুক্ত হয়েছেন ঠিকই, কিন্তু খেলার জন্য পুরোপুরি ফিট হতে এখনও বেশ কয়েকদিন বিশ্রাম নিতে হবে ঋষভ পন্থকে| সেজন্যই ডারহ্যামে গেলেও, তাঁকে না খেলানোর সিদ্ধান্তই নেওয়া হয়েছে|
পন্থ নেই| আইসোলেশনে ঋদ্ধিমান, অভিমন্যু ঈশ্বরণও| তাই প্রস্তুতি ম্যাচে লোকেশ রাহুলকে দিয়ে করানো হবে উইকেট কিপিং এবং দলে সুযোগ পেতে চলেছেন ময়াঙ্ক আগরওয়াল|
এই ম্যাচের পারফরম্যান্সের ওপরই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল গঠন নির্ভর করছে| সুযোগ পেতে চলেছেন ময়াঙ্ক আগরওয়াল| নিজেকে প্রমান করতে মরিয়া তিনিও|