২০ জুলাই ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু বিরাট কোহলিদের| ডারহ্যামে কাউন্টি একাদশের বিরুদ্ধে তিনদিনের প্রস্তুতি ম্যাচে নামছে ভারতীয় দল|
যদিও তার আগে ভারতীয় শিবিরের চিন্তায় করোনা| ঋষভ পন্থের পর দলের এক সাপোর্ট স্টাফ এবার করোনার শিকার| করোনায় আক্রান্ত বিরাটদের থ্রোডাউন স্পেশ্যালিস্ট দয়ানন্দ গরানি| তাতেই চিন্তা বাড়ছে সকলের|
টিম হোটেলেই ছিলেন তিনি| আইসোলেশনে থাকলেও, তাঁর সংস্পর্ষে এসেছেন অনেকেই| ইতিমধ্যেই ভরত অরুণ, ঋদ্ধিমান সাহা এবং অভিমন্যু ঈশ্বরণদের আইসোলেশনে রাখা হয়েছে| যদিও শোনাযাচ্ছে তাদের রিপোর্ট নাকি নেগেটিভ এসেছে| যদিও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট|
অন্যদিকে ২০ জুলাই থেকে প্রস্তুতি শুরু করার জন্য এদের ছাড়া বৃহস্পতিবারই বিরাট সহ বাকি সদস্যরা পৌঁছবেন ডারহ্যামে| সেখানে ক্লোসড ডোর স্টেডিয়ামেই নিজেদের প্রস্তুতি দেখে নেবে ভারতীয় শিবির|
সেই ম্যাচে ঋষভের পাশাপাশি ঋদ্ধিমান সাহাকে পাওয়ার সম্ভাবনাও কম বললেই চলে| টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়ার পর বেশ কয়েকদিন ছুটি পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা| এরপরই একের পর এক ক্রিকেটার সাপোর্ট স্টাফ করোনায় শিকার| প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেটারদের কোভিড প্রটোকল মানা নিয়ে|