মুম্বই: আইপিএলে (IPL) অবিশ্বাস্য পারফর্ম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে (WI Tour) ভারতের টি২০ দলে সুযোগ পাচ্ছেন রিঙ্কু সিং (Rinku Singh), দেশজুড়ে হাওয়া উঠেছিল এমনটাই। একাধিক প্রাক্তন এবং বিশেষজ্ঞ সেই হাওয়াতেই গা ভাসিয়েছিলেন। বিরাট কোহলি, রোহিত শর্মার (Rohit Sharma) প্রশংসা কুড়িয়েছিলেন রিঙ্কু। কিন্তু শেষ পর্যন্ত দলে ঠাঁই হয়নি কেকেআর তারকার। তা নিয়ে বুধবার কোনও প্রতিক্রিয়া না দিলেও আজ ইনস্টাগ্রাম স্টোরিতে দিলেন অদ্ভুত বার্তা।
উইলিয়াম শেকসপিয়ারের একটি লাইন উদ্ধৃত করেছেন রিঙ্কু। লাইনটা হল, “সোফা কারও কারও কাছে স্রেফ আসবাব, আবার কারও কাছে নির্বাচিত হওয়ার দরজা।” যথেষ্ট হেঁয়ালি আছে এই কথায়। তবে আশা করা যায়, তিনি বোঝাতে চেয়েছেন আরও পরিশ্রম করবেন তিনি। সুযোগ না পাওয়ায় হতাশ নন। অবশ্য হতাশ হওয়ার পাত্র রিঙ্কু নন। বছর খানেক আগেও ক’জন নাম জানত তাঁর! গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে একটা ইনিংসই আসমুদ্রহিমাচল পরিচিতি দিয়েছে তাঁকে। শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে বিরাট কোহলি (Virat Kohli) রিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন।
আরও পড়ুন: Nitish Rana | T20 Squad | জাতীয় দলে সুযোগ না পেয়ে হেঁয়ালি টুইট কেকেআর অধিনায়কের!
এক ম্যাচের বিস্ময় হিসেবে পরিচিতি হোন, এমনটা মোটেই চাননি। গোটা আইপিএল (IPL 2023) জুড়ে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলেছেন। তিনি ক্রিজে আসলেই মনে হত হারা ম্যাচও জিতিয়ে দেবেন। এ মরশুমে ১৪টি ম্যাচ খেলে ৪৭৪ রান করেছেন রিঙ্কু। গড় ৫৯.২৫ এবং স্ট্রাইক রেট ১৪৯.২৫। টি২০ ক্রিকেটের জন্য আদর্শ পরিসংখ্যান। কিন্তু তা সত্ত্বেও জাতীয় দলে উপেক্ষিত থেকে গেলেন উত্তরপ্রদেশের তরুণ।
রিঙ্কু সিংকে ব্রাত্য রাখা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে। একজন লিখলেন, বিসিসিআই এখন আইপিএলের ফর্ম দেখে টেস্ট আর একদিনের দল বানায়, আর টি২০ দল বানায় রক-পেপার-সিজার খেলে। এ হল অনেকটা বাংলার আপন বাপন চৌকি চাপন খেলার মতো। সবচেয়ে বড় কথা এই সিরিজের জন্য যখন তরুণ স্কোয়াডই নেওয়া হল তাহলে রিঙ্কুকে সুযোগ দেওয়াই যেত। ৬ নম্বরে ফিনিশারের দায়িত্ব তাঁর জন্য বাঁধা ছিল। এই স্কোয়াডে ফিনিশার বলতে হার্দিক পান্ডিয়া একা। অক্ষর প্যাটেল ঠিক টি২০ ফিনিশার এ দাবি তিনি নিজেও করবেন না। আইপিএল শেষ হওয়ার পর একাধিক প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞেরা বলেছিলেন, রিঙ্কুর ভারতীয় দলে জায়গা পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু ভারতের ক্রিকেট বোর্ড সে সবে কান দেয়নি বলাই বাহুল্য।