ওয়েব ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মার মতো মহাতারকারা। এই কঠিন সময়ে দলের ব্যাটিং অর্ডার কে সামলাবেন, আর কাকে দলের নেতৃত্ব দেওয়া হবে, তা নিয়ে চলছিল জোর জল্পনা। কারণ ‘রো-কো’ পরবর্তী জমানায় ভারতীয় টেস্ট দলের (India Test Team) ‘সেনাপতি’ হওয়ার দৌড়ে একাধিক নাম উঠে এলেও যোগ্য ক্রিকেটারের হাতে দায়িত্ব তুলে দেওয়া বিসিসিআই-এর (BCCI) কাছে ছিল বড় একটি চ্যালেঞ্জ। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে শনিবার শুভমন গিলের (Shubman Gill) হাতেই সেই গুরুদায়িত্ব তুলে দিয়েছেন নির্বাচকরা।
এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, একাধিক নাম থাকা সত্ত্বেও ইংল্যান্ড সফরের জন্য কেন শুভমনকেই বেছে নেওয়া হল অধিনায়ক হিসেবে? এক্ষেত্রে যে উত্তরটা সবার আগে উঠে আসছে, সেটা হল- শুভমন নাকি টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরের প্রথম পছন্দ ছিলেন। বিশেষ সূত্র মারফত কয়েকদিন আগেই জানা গিয়েছিল যে, গিলের হাতে ক্যাপ্টেন্সি তুলে দেওয়ার বেশ কয়েকসপ্তাহ আগেই নাকি তাঁর সঙ্গে বিশেষ বৈঠকে বসেছিলেন গম্ভীর নিজে। সেই রুদ্ধদ্বার বৈঠকেই নাকি শুভমনকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: ইংল্যান্ড সফরেও বাদ, এবার কি শেষের মুখে শামির টেস্ট কেরিয়ার?
এক্ষেত্রে আরেকটা প্রশ্ন অনেকের মনেই উঠে আসছে যে, জসপ্রীত বুমরাকে কেন অধিনায়কত্ব তুলে দেওয়া হল না? ইতিমধ্যে তিনি একাধিক টেস্ট ম্যাচে এই দায়িত্ব সামলে এসেছেন। এর প্রধান কারণ হল বুমরার চোটপ্রবণতা। প্রায়ই চোটের কারণে তাঁকে রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হয়। তাই বুমরার মতো একজন অনিয়মিত ক্রিকেটারকে নেতৃত্ব তুলে দেওয়া সুদূরপ্রসারী সিদ্ধান্ত নয় বলেই মনে করেছেন নির্বাচকরা। আর এইসব কারণেই ক্যাপ্টেন্সির ক্ষেত্রে জসপ্রীতের আগে উঠে এসেছে শুভমনের নাম।
অন্যদিকে সহ-অধিনায়ক হিসেবে ভারতীয় টেস্ট দলে ঋষভ পন্থের (Rishabh Pant) থেকে যোগ্য আর কেউ হয়তো নেই। কারণ, ইংল্যান্ড সফরের প্রতিটি টেস্টে তাঁকেই উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে খেলানোর পরিকল্পনা রয়েছে নির্বাচকদের। অন্যদিকে তাঁর কাছেও ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে। তাই শুভমনের ডেপুটি হিসেবে ঋষভকে অযোগ্য বলার কোনও জায়গা নেই বললেই চলে।
দেখুন আরও খবর: