দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিততে পারে নি তাঁর দল । বিশ্বের এক নম্বর হতে দলের খেতাব পায়নি। কিন্তু সেই দলের ক্রিকেটার হয়ে এই মুহূর্তে বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এলেন তিনি।
বুধবার ভারতের রবীন্দ্র জাদেজা আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ের অলরাউন্ডারদের মধ্যে শীর্ষ অবস্থানে বসলেন। ৩২ বছর বয়সী এই খেলোয়াড় ৩৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক জেসন হোল্ডার এবং ইংল্যান্ডের বেন স্টোকসরা যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন।
অনেকগুলি রেটিং পয়েন্ট নিয়েই বড় ব্যবধানেই আইসিসি টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট-বলে তিনি ব্যর্থ। সেন্ট লুসিয়ায় ওই ম্যাচে হোল্ডার দুই ইনিংসে রান করেন যথাক্রমে ১০ ও ০, উইকেট নেন ২টি। ফলে ২৮ রেটিং পয়েন্ট খুঁইয়ে ৩৮৪ পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় দুই নম্বরে নেমে গেছেন তিনি।
আর এতেই রবীন্দ্র জাদেজার কাছে শীর্ষস্থান খুঁইয়েছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক পজিশন প্রকাশ করে আইসিসি।
২৮ রেটিং পয়েন্ট হারিয়ে হোল্ডার নিজের জায়গা খুয়েছেন। আর একই সঙ্গে জাদেজা ২০১৭ সালের পর এই প্রথমবারের পয়লা নম্বর পজিশন ফিরে পেলেন। ৩৮৬ পয়েন্ট নিয়ে এখন সবার ওপরে জাদেজা। ভারতীয় এই ক্রিকেটার প্রায় চার বছর পর ফিরলেন টেষ্টে অলরাউন্ডারদের শীর্ষে। ২০১৭ সালের অগাস্টে প্রথমবার শীর্ষে বসেছিলেন তিনি, ছিলেন ওই বছরের নভেম্বর পর্যন্ত।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা দশের বাকি জায়গায় ঘটেনি কোনও পরিবর্তন। আগের মতোই প্রথম পাঁচে আছেন যথাক্রমে স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন, মার্নাস লাবুশেন, বিরাট কোহলি, জো রুট।
টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং রোহিত শর্মাও রয়েছেন প্রথম দশে। ৭৪৭ পয়েন্ট নিয়ে উইকেটরক্ষক-ব্যাটসম্যান পন্থ এখনও রোহিতের সাথে ষষ্ঠ স্থানে রয়েছেন।
বোলারদের মধ্যে , আর অশ্বিন টেষ্টে চতুর্থ স্থানে রয়েছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন কাগিসো রাবাদা। শেষ ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেট নিয়েছিলেন এই পেসার। র্যাঙ্কিংয়ে তিনটি ধাপ করে উপরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৬১ বছর পর রেকর্ড গড়ে। টেস্ট হ্যাটট্রিকের রেকর্ড গড়া কেশভ মহারাজ ও দুই ইনিংসে তিন উইকেট নেওয়া লুঙ্গি এনগিডি – দুজনেই একসঙ্গে এগিয়েছেন।
বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষ পাঁচ স্থানে আছেন প্যাট কামিন্স, রবিচন্দ্রন অশ্বিন, টিম সাউদি, জশ হেইজেলউড ও নিল ওয়্যাগনার।
এই র্যাঙ্কিং যখন আইসিসি প্রকাশ করে, তখনও নিউজিল্যান্ড ফাইনাল জেতে নি।
ক্যারিবিয়ানদের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পুরস্কারটি পেয়েছেন কুইন্টন ডি কক। গত মঙ্গলবার শেষ হওয়া ম্যাচের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার-ব্যাটসম্যান খেলেছিলেন ৯৬ রানের একটি ইনিংস। সেই ইনিংস তাঁকে আরও দুই ধাপ এগিয়ে ১৮ মাস পর ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরেয়েছে। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে সবশেষ সেরা দশে ছিলেন ডি কক।
প্রোটিয়ারা দ্বিতীয় আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজে ২-০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের থেকে এগিয়ে ।
ছবি:সৌ-টুইটার