রবি শাস্ত্রীর পর ভারতীয় দলে করোনা আক্রান্ত আরও দুই কোচ| কোহলিদের বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধর| রবি শস্ত্রী করোনা পজিটিভি হওয়ার ক্রিকেটাররা ছাড়া ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের কোয়ারন্টাইনেই রাখা হয়ছিল|
সোমবার ওভালের শেষ দিন| সিরিজর শেষ টেস্ট হবে ম্যাঞ্চেস্টারে| সেখানে রবি শাস্ত্রী সহ ভরত অরুণ ও শ্রীধরকে ছাড়াই বাকি সদস্যরা যাবেন| আপাতত লন্ডনেই দশ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে রবি শাস্ত্রী, আর শ্রীধর ও ভরত অরুণদের|
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই করোনা থাবা বসিয়েছিল ভারতীয় শিবিরে| করোনার শিকার হয়েছিলেন ঋষভ পন্থ| তবে সুস্থ হয়ে দলে যোগ দিয়েছিলেন| চতুর্থ দিন টেস্টে পজিটিভ আসে শাস্ত্রীর|
ততেই খানিকটা চিন্তায় পরে যায় ভারতীয় শিবির| শেষ টেস্টে কোচকে ছাড়া নামতে হবে ভারতীয় দলকে| শারীরিক ভাবে দলের সঙ্গে থাকতে না পারলেও, বিরাটদের সঙ্গে সব সময়ই যোগাযোগ রাখবেন ভরতীয় দলের হেডস্যার|