লন্ডন: টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের দায়িত্ব ছাড়ছেন রবি শাস্ত্রী| এতদিন জল্পনা ছিল| সদ্য দ্য গার্ডিয়ানকে দওয়া এক সাক্ষাতকারে নিজের কোচিং ছাড়ার কথা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন বিরাটদের হেডস্যার রবি শাস্ত্রী|
টি টোয়েন্টি বিশ্বকাপের পরই বোর্ডের সঙ্গে তাঁর চুক্তি শেষ হচ্ছে| সেই চুক্তি যে শাস্ত্রী আর বাড়াতে চাননা তা আগেই শোনা গিয়েছিল| নিজেও তাঁর ঘনিষ্ঠমহলে জানিয়েছিলেন| তাই তো বিরাট, রোহিতদের নতুন কোচ খোঁজার কাজটাও শুরু করে দিয়েছে বোর্ড|
ইংল্যান্ড থেকে এখনও ফেরেননি রবি শাস্ত্রী| সেখানেই দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাতকারে নিজের জায়গা স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় দলের কোচ|
তিনি সেখানে জানিয়েছেন, ‘যা যা চেয়েছিলাম এ পাঁচ বছরে সবই পেয়েছি| অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে দুবার হারিয়েছি| ইংল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছি| সেইসঙ্গে টানা পাঁচ বছর টেস্টে এক নম্বর থেকেছি আমরা’|
তিনি আরও জানিয়েছেন, ‘কয়েকদিন আগেই মাইকেল আর্থারটনের সঙ্গে দেখা হয়েছিল| তাঁকেই বলেছিলাম যে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোটাই সবচেয়ে বড় সাফল্য| সেইসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস এবং ওভাল টেস্ট জয়টা সবসময় স্পেশ্যাল| সব চাওয়াই পূর্ণ হয়েছে আার’|
২০১৭ সালে ভারতীয় দলের কোচের দায়িত্ব উঠেছিল তাঁর কাঁধে| বিরাটদের দায়িত্ব নিয়ে শাস্ত্রী যে সাফল্যের পথ ধরেই এগিয়ে গিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না| রবি শাস্ত্রীর কোচিংয়েই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড গড়েছিল ভারতীয় দল|
তাই এই সবকিছুই এখন শাস্ত্রীকে স্বস্তি দিচ্ছে| অন্যদিকে একইসঙ্গে করোনা নিয়েই সকলকে জবাব দিয়েছেন রবি শাস্ত্রী| তাঁর বই প্রকাশের অনুষ্ঠানে যাওয়া নিয়ে শুরু হয়েছিল জোর বিতর্ক| ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিলের জন্য কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছিল ভারতীয় দলের কোচকে|
এদিন তারও সোজাসাপ্টা জবাব দিলেন তিনি| বিতর্ক চললেও, বই প্রকাশের অনুষ্ঠানে যাওয়া নিয়ে কোনওরকম দুঃখ নেই শাস্ত্রীর| নিজের সিদ্ধান্তকেই ভুল বলে মনে করেন না তিনি|