ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে কি বদল আসতে চলেছে| রবি শাস্ত্রীর হঠাত্ মন্তব্য| আর তাতেই হার্দিক পান্ডিয়াকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়ে গিয়েছে| দল ঘোষণা হয়ে গেলেও, ভারতীয় দল কি হার্দিককে নিয়ে চিন্তায়| সরাসরি কিছু না বললেও, শাস্ত্রীর কথায় তেমনই যেন ইঙ্গিত পাওয়া যাচ্ছে|
এই টি টোয়েন্টি বিশ্বকাপেই শেষবার কোচ হিসাবে দেখা যাবে রবি শাস্ত্রীকে| সেই মঞ্চেই এবার মেন্টরের নতুন ভূমিকায় আবার মহেন্দ্র সিং ধোনি| আগামী ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ| তার আগেই নতুন জল্পনা|
একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে শাস্ত্রী জানিয়েছেন, হার্দিক পান্ডিয়া সব সময়ই খুব আত্মবিশ্বাসী থাকেন| কিন্তু যদি কেউ ১০০ শতাংশ ফিট না থাকে, তবে তাঁর খেলার ওপর যেমন প্রভাব পরে তেমন মানসিক চাপেও থাকেন তিনি|
শাস্ত্রীর এই মন্তব্যের পরই ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছে নানান গুঞ্জন| তবে কী হার্দিকের বদলে ভারতের বিশ্বকাপ দলে নতুন কোনও অলরাউন্ডার আসতে চলেছেন| এমন নানান জল্পনাই এখন তুঙ্গে|
কোমড়ে অস্ত্রোপচারের পর থেকেই আর বল হাতে দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকে| আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে রয়েছেন তিনি| বারের আইপিএলের প্রথম পর্বের সাতটি ম্যাচে একটিতেও তাঁকে দিয়ে বল করাননি মুম্বই অধিনায়ক|
বিরতির পর ফের শুরু হল আইপিএল, সেখানেও প্রথম দুই ম্যাচে নামতে পারেননি হার্দিক| এরপর মাঠে ফিরলেও, বল করতে দেখা যায়নি তাঁকে| তিনি যে এখনও পর্যন্ত বল করার জন্য প্রস্তুত নন তা মুম্বই কোচ জয়বর্ধনের কথাতেই স্পষ্ট ছিল|
এবার শাস্ত্রীর কথাতেও হার্দিকের পুরোপুরি ফিট না হওয়ার ইঙ্গিত| ভারতীয় দলে অল রাউন্ডার হিসাবে হাার্দিকের নাম দেখার পরই অনেকে তাঁর বোলিং করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন| আইপিএল শুরু হওয়ার পর ভারতীয় টিম ম্যানেজমন্টের অন্দরেও কি সেই একই ভাবনা শুরু হয়ে গিয়েছে|
যদি শেষ মুহূর্তে হার্দিক বাদই পরেন, তাঁর জায়গায় কে আসেন সটাই এখন দেখার|