এবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নির্দেশনায় কাজ করবেন বলিউডের কিংবদন্তী অভিনেত্রী রাখি গুলজার ও টলি কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই প্রথমবার রাখি (Rakhi Gulzar) আর শ্রাবন্তীকে একসঙ্গে দেখবে গোটা ইন্ডাস্ট্রি। ছবির নাম ‘আমার বস’। উইন্ডোজ প্রোডাকশন হাউজের ফেসবুক পেজে রাখির সঙ্গে শিবপ্রসাদ একটি ছবি শেয়ার করেছেন সুখবরটি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিদ্বেষ ভুলিয়ে চঞ্চলের কণ্ঠে ঐক্যের সুর, মুগ্ধ শ্রোতা হাসিনা
ক্যাপশনে লেখা, বিশ্বজুড়ে রক্তবীজের রমরমা এখনও অব্যাহত, আর ইতিমধ্যেই শুরু হতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি, আরও একটা নতুন গল্প, আবারও একটা নতুন চমক। ছবির নাম ‘আমার বস’। এই নতুন পথ চলায় আমাদের সাথে থাকছেন শ্রদ্ধেয়া রাখী গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চ্যাটার্জি। শুটিং শুরু জানুয়ারি মাসে। আশা করি প্রত্যেকবারের মত এবারও আপনাদের পাশে পাব।
দেখুন আরও খবর: