কলকাতা: মুখের একপাশে দেবী কালীর রূপ, অন্যপাশে হিজাব পরা ক্ষতবিক্ষত চেহারা। এমনই পোস্টে সকলকে চমকে দিলেন অভিনেত্রী রাইমা সেন (Raima Sen)। কেন এমন পোস্ট অভিনেত্রীর? জানা যাচ্ছে, তাঁর নতুন ছবি ‘মা কালী’ (Maa Kaali)-র ফার্স্ট লুক পোস্টার এটা। এই ছবি নারী সংগ্রমের গল্প বলবে। থাকবে বাংলার ইতিহাস নারীদের সংগ্রাম ও লড়াই করে বাঁচার গল্প।
আরও পড়ুন:
তবে বিজয় এলাকান্তি (Vijay Yelakanti) পরিচালিত এই ছবির ফার্স্টলুক থেকে পাওয়া যাচ্ছে রাজনৈতিক ছোঁয়া। ছবির মোশন পোস্টারে কালী শব্দটি এমনভাবে লেখা হয়েছে যাতে CAA শব্দটি স্পষ্ট হয়ে উঠেছে। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কারও মতে, ভোটের আগে প্রোপাগান্ডা ফিল্ম তৈরি হচ্ছে। কেউ আবার বলছেন, কঙ্গনার মতো রাজনৈতিক ছবি করা সুচিত্রা সেনের নাতনি, ঋতুপর্ণ ঘোষের জাতীয় পুরস্কার জয়ী ছবির নায়িকাকে মোটেই মানায় না। কারও মত রাজনৈতিক দলের দলের কাছে মাথা নত করেছেন রাইমা, এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। সবমিলিয়ে বিনোদনের দুনিয়ায় আবারও শুরু হয়েছে নানান আলোচনা-সমালোচনা।
আরও পড়ুন:
হিন্দি ও বাংলা দুই ভাষাতেই মুক্তি পাবে রাইমার নতুন ছবি ‘মা কালী’। ছবিতে রাইমার পাশাপাশি দেখা যাবে অভিষেক সিংকে। খুব শীঘ্রই মুক্তি পাবে মা কালীর টিজার। প্রসঙ্গত, এর আগে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমায় দেখা গিয়েছিল রাইমাকে। মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে ‘বস্তার: দ্য নকশাল স্টোরি’ (Bastar: The Naxal Story) সিনেমার ট্রেলার। সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত এই ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাইমাকে।
আরও খবর দেখুন