শাস্ত্রীর পরই ভারতীয় দলের কোচ হিসাবে আসতে চলেছেন রাহুল দ্রাবিড়| ফের একবার টি টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেটারদের হেডস্যারের ভূমিকায় দেখা যেতে চলেছে দ্য ওয়ালকে| নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডাগ আউটে থাকবেন তিনি|
তবে পুরো সময়ের জন্য নয়| ভারতীয় দলের অন্তর্বর্তী কোচ হিসাবেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেখা যাবে রাহুল দ্রাবিড়কে| বিশ্বকাপের পরই হয়ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বোর্ড কর্তারা|
এই টি টোয়েন্টি বিশ্বকাপের পরই বিরাট কোহলিরদের কোচের দায়িত্ব ছাড়বেন রবি শাস্ত্রী| পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে এখন থেকেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে| শোনাযাচ্ছে শাস্ত্রী পরবর্তী হিসাবে প্রথমেই রাহুল দ্রাবিড়কে প্রস্তাব দিয়েছিল বোর্ড| কিন্তু দ্রাবিড় সেই প্রস্তাব নেননি| ব্যক্তিগত কারণ দেখিয়েই সরে এসেছিলেন রাহুল দ্রাবিড়|
কয়েকদিনের মধ্যেই নতুন কোচের আবেদন করার জন্য বিজ্ঞপ্তি জারি করবে বোর্ড| দক্ষিণ আফ্রিকা সফরেই বিরাট কোহলিরা পেয়ে যাবেন তাদের নতুন কোচ| কিন্তু তার আগে ঘরের মাঠে রয়েছে নিউজিল্যান্ড সিরিজ|
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টিতে ভারতীয় দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়| এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তাঁর কাঁধে উঠতে চলেছে সেই দায়িত্ব|