টোকিও অলিম্পিকে পদক নিশ্চিত থেকে আরমাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে পিভি সিন্ধু| মিয়া ব্লিচফেল্টকে স্ট্রেট গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সিন্ধু|
এদিন ডেনমার্কের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধেও শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন সিন্ধু| তবে প্রথম গেমে লড়াইটা খানিকটা হাড্ডহাড্ডি হয়| যদিও সিন্ধুকে আটকাতে পারেননি ড্যানিস প্রতিদ্বন্দ্বী|
২১-১৫, ২১-১৩ গেমে জিতে শেষ আটে নিজের জায়গা পাকা করে নেনে সিন্ধু| সোনার পথে হাঁটতে আর তিন ধাপ পেড়োতে হবে তাঁকে|
কোয়ার্টার ফাইনালে সিন্ধুকে নামতে হবে জাপানের একানে ইয়ামাগুচির বিরুদ্ধে| শেষ আট থেকেই যে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে চলেছেন সিন্ধু তা বেশ স্পষ্ট| যদিও ভারতের তারকা শাটলার অবশ্য এসব নিয়ে চিন্তিত নন|