প্যারিস: সহজ জয়ে শেষ ষোলোয় পৌঁছে গেলেন ভারতের তারকা শাটলার পি ভি সিন্ধু (PV Sindhu)। এস্তোনিয়ার ক্রিস্টিন কুবার (Cristine Kuuba) বিরুদ্ধে তাঁর আজকের ম্যাচে উপর নজর ছিল। প্রতিপক্ষকে স্ট্রেট গেমে হারিয়ে দিলেন তিনি। তাঁর পক্ষে ফলাফল ২১-৫, ২১-১০।
খেলার ফলাফল যতটা একপেশে দেখাচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাও ততটাই একপেশে ছিল। সিন্ধুর গতি, শক্তি এবং কোর্ট কভারিংয়ে অসহায় দেখিয়েছে কুবাকে। দ্বিতীয় গেমেও প্রতিপক্ষকে দশের নীচে রাখতে পারতেন সিন্ধু। শেষের দিকে কয়েকটি শট নেটে মেরে বসেন।
আরও পড়ুন: প্রত্যেক প্রতিযোগিতায় জিততে চান বাগান কোচ মোলিনা
তবে, সিন্ধুর খেলা, নড়াচড়া, ফিটনেস দেখে বোঝা যাচ্ছে, সেরা ফর্মের দিকে এগিয়ে চলেছেন। রিও এবং টোকিও অলিম্পিক্সে পদক জয়ের পর প্যারিসে হ্যাটট্রিক করাই তাঁর লক্ষ্য। ব্রোঞ্জ এবং রুপো পাওয়া হয়ে গিয়েছে, এবার পাখির চোখ সোনায়।
সিন্ধুর ম্যাচের পরেই শুরু হয়ে গিয়েছে ভারতের আর এক ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেনের খেলা (Lakshya Sen)। তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড়ের আজ ডু অর ডাই ম্যাচ। তাঁর প্রতিপক্ষ জোনাথান ক্রিস্টি (Joanathan Cristi)। এই অলিম্পিকে এটাই লক্ষ্যের এখনও পর্যন্ত সবচেয়ে কঠিন ম্যাচ। আজ জিতলে নক আউটে যাবেন, হারলে দেশে ফিরতে হবে।