আগের ম্যাচে অলিম্পিক লিঁওর বিপক্ষে বাম হাঁটুতে চোট পেয়েছিলেন মেসি। তাই তাঁকে এমআরআই টেস্ট করাতে হয়েছে। পরীক্ষার পর দেখা গেছে তাঁর বাম পায়ের হাড়ে চোট লেগেছে। যে কারণে মেসি ম্যাটজের বিপক্ষে লিগ ওয়ানের পরের ম্যাচে খেলতে পারবেন না। নিজেদের অফিসিয়াল ওয়েব সাইটে এক ভিডিও বার্তাতে এ বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।
আরও পড়ুন: French Ligue 1: পুরো ম্যাচ খেলতে না পেরে ক্ষুব্ধ মেসি!
ক্রমাগত ম্যাচ খেলে যাওয়া মেসির আরও বিশ্রামের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন দলের কোচ। কেননা পিএসজির পরের দুটি ম্যাচের মধ্যে একটি চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। তাই মেসিকে ম্যাটজের বিপক্ষে না খেলানোকেই রাস্তায় হাঁটছেন পচেত্তিনো। এর আগের ম্যাচেই ৭৬ মিনিটে মেসিকে ম্যাচ থেকে তুলে নিয়েছিলেন কোচ। এমনভাবে মাঠ থেকে তাঁকে তুলে নেওয়ার জন্য আর্জেন্টিনার তারকার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছিল- তিনি খুশি হননি।
লিঁওর বিপক্ষে মেসিকে মাঠ থেকে উঠিয়ে নেওয়ায় তাঁর অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল – তিনি আরও খেলতে চান। এখনও যে পিএসজির জার্সিতে গোল পাননি বার্সেলোনাতে সফল এ্ই ফুটবলারটি। ম্যাচের ৩৬ মিনিটে সেই সুযোগ পেয়েও গেছিলেন মেসি। অল্পের জন্য তাঁর ফ্রি কিক বারপোস্টে ধাক্কা খেয়ে ফিরে না আসলেই গোল হয়ে যেত।
মাঠ থেকে উঠে আসার সময় মেসি যেমন কোচের ব্যবহারে বিস্ময় প্রকাশ করেছেন- তেমনি রিজার্ভ বেঞ্চে বসে থেকেও তাঁর ক্ষোভ টের পাওয়া যায়। এই ঘটনায় বিভক্ত ফুটবপ্রেমীরা। মেসির সমর্থকরা মনে করছেন তাঁকে উঠিয়ে নেওয়া ঠিক হয়নি।আবার কেউ কেউ মনে করছেন- কোচ যেভাবে খুশি সেভাবেই খেলাবেন দলকে- এতে বলার কিছু থাকা উচিৎ।
Medical update ahead of #FCMPSG ? @Aspetar
— Paris Saint-Germain (@PSG_English) September 21, 2021
লিঁওর বিপক্ষে অতিরিক্ত সময়ে পিএসজিকে জয় এনে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাওরো ইকার্দি। ইকার্দির গোলের আগে ম্যাচে দুটি গোলই এসেছিল ব্রাজিলিয়ান দুই ফুটবলার নেমার ও লুকাস পাকুয়েতারের পা থেকে। নেমার গোল শোধ করার দশ মিনিট পর মেসিকে তুলে পিএসজি কোচ পচেত্তিনো আশরাফ হাকিমিকে নামান।
আর ৮২ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার বদলি হিসেবে খেলতে নামেন ইকার্দি। তার প্রায় দশ মিনিট পর পিএসজিকে জয়সূচক গোলটি এনে দেন তিনি। তাতে ছয় ম্যাচের সবকটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে পিএসজি এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। লিঁও ছয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের নবম স্থানে।
ছবি:সৌ-টুইটার