কলকাতা: দীর্ঘদিন ধরেই শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)-র পরিচালনায় ‘দেবী চৌধুরাণী’ (Debi Chaudhurani) নিয়ে আলোচনা চলছে। জানুয়ারিতেই শুভ্রজিৎ ছবির শুটিং শুরু করেছেন। ২৯ জানুয়ারি থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং তার পাদদেশে সংলগ্ন একাধিক জায়গায় ছবির শুটিং করেছে টিম ‘দেবী চৌধুরাণী’।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ২২)
ছবিতে দেবী চৌধুরাণীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। দেবী চৌধুরাণীর বেশে আগেই হাজির হয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। আর এবার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞীর ‘দেবী চৌধুরাণী’-র গুরু ‘ভবানী পাঠক’-এর লুকে ধরা দিলেন বুম্বা দা। ১৬ মার্চ, শনিবার থেকেই ‘দেবী চৌধুরাণী’র শুটিং শুরু করলেন বুম্বাদা। সোশ্যাল মিডিয়ায় ভবানী পাঠক বেশে নিজের লুক শেয়ার করেছেন অভিনেতা। কপালে রক্ততিলক, মাথায় লাল ফেট্টি, গলায় রুদ্রাক্ষের মালা, গাল ভর্তি চাপ দাড়ি-গোঁফ আর তীক্ষ্ম চাউনি-এমনই লুক শেয়ার করে সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেতা লিখেছেন, ‘ঐতিহাসিক ভবানী পাঠক চরিত্রে অভিনয় করতে প্রস্তুত।’
আরও পড়ুন: শুটিং শুরুর আগেই বড় ধাক্কা খেল রণবীরের ‘রামায়ণ’
ছবিতে অভিনেতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)-কে দেখা যাবে হরবল্লভ রায়ের চরিত্রে। অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty) অভিনয় করছেন রঙ্গরাজের ভূমিকায়।দর্শনা বণিককে দেখা যাবে সাগরের চরিত্রে, অভিনেতা কিঞ্জল নন্দকে অভিনয় করছেন ব্রজেশ্বর রায়ের ভূমিকায়। পরিচালনার পাশাপাশি দেবী চৌধুরানী-র গবেষণা, চিত্রনাট্য, সংলাপ, প্রোডাকশন ডিজাইন করেছেন শুভ্রজিৎ নিজেই। এডিটেড মোশন পিকচার্স ও এলওকে আর্টস কালেকটিভের ব্যানারে ছবিটি মুক্তি পাবে। সিনেমাটোগ্রাফির দায়িত্বে অনির্বাণ চট্টোপাধ্যায় এবং মিউজিকের দায়িত্ব থাকছে বিক্রম ঘোষের কাঁধে।
আরও খবর দেখুন