ভারতের একমাত্র মহিলা জিমনাস্ট হিসাবে অলিম্পিকের আর্টিস্টিক জিমনাস্টিকে সুযোগ পেয়েছিলেন প্রণতি নায়েক| গলি থেকে রাজপথে উঠে আসা প্রণতির লড়াই আশা জাগিয়েছিল তামাম ভারতবাসীর মনে|
তিনি যে যোগ্যতা অর্জন করতে পারবেন না এতটা কেউ ভাবেনি| কিন্তু এটাই সত্যি লড়াই করেও বিশ্বের সিমোনে বাইলসদের মতো তাবড় জিমন্যাস্টদের ভিড়ে অলিম্পিকের মঞ্চে ফাইনালের ছাড়পত্রই পেলেন না প্রণতি|
ফ্লোর এক্সারসাইজ ও ভল্টে ভাল পারফরম্যান্স করলেও আন ইভেন বার ও ব্যালান্স বিমে পিছিয়ে পড়েন মেদিনীপুরের তরুণী| তবে চারটে বিভাগের মধ্যে ভল্টেই সবথেকে বেশি স্কোর করেন তিনি| সব মিলিয়ে তাঁর পয়েন্ট ৪২.৫৬|
তাঁর লড়াইকে সম্মান জানালেও এবারের মতো অলিম্পিক থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে প্রণতিকে