টোকিও: অবিশ্বাস্য লড়াই৷ পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক৷ প্যারালিম্পিক্সের মঞ্চে রেকর্ড গড়ে ব্যাডমিন্টনে সোনা জিতলেন প্রমোদ ভগত৷ ব্রিটিশ প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েল বেথেলকে হারিয়ে প্রথম ভারতীয় হিসাবে সোনার পদক গলায় তুললেন প্রমোদ৷ জিতলেন ২১-১৪,২১-১৭ গেমে৷
মাত্র ৫ বছর বয়সে ভুয়ো পোলিওর ওষুধ খেয়ে পায়ের সমস্যা৷ সেই থেকেই তাঁর বাঁ পা পোলিওর শিকার৷ কিন্তু এই সমস্যা আটকে রাখতে পারেনি প্রমোদকে৷ কোচ শিবপ্রসাদ দাসের তত্ত্বাবধানে নিজেকে প্রস্তুত করেন৷ গোটা বিশ্বের সামনে এবার প্যরালিম্পিক্সের মঞ্চে সোনা জিতলেন তিনি৷
It's official Pramod Bhagat wins first ever GOLD for India in the first ever edition of #ParaBadminton at #Paralympics pic.twitter.com/J4zgwwMmu2
— Doordarshan Sports (@ddsportschannel) September 4, 2021
সাফল্য আসা শুরু বহুদিন আগে থেকেই৷ প্যারালিম্পিক্সের আগেই ৪৫টি পদক জিতেছেন তিনি৷ ২০১৮ সালে প্যারা এশিয়ান গেমসে জিতেছেন সোনা ও ব্রোঞ্জ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রয়েছে চারটে সোনা৷ এবার ব্রিটিশ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্যারালিম্পিক্সে সোনা জিতলেন প্রমোদ ভগত৷
ম্যাচের প্রথম গেম জিতে নেন তিনি৷ কিন্তু দ্বিতীয় গেমের শুরু থেকেই পিছিয়ে পড়তে থাকেন প্রমোদ৷ একসময় ৪-১২ ব্যবধানে পিছিয়ে পরেছিলেন৷ কিন্তু শেষপর্যন্ত হাসি ফোটে ভারতীয় তারকার মুখেই৷ খাদের কিনারা থেকে ফিরে আসাই শুধু নয়, দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ড্যানিয়েলকে স্ট্রেট গেমে হারিয়ে প্রথমবার সোনার পদক জিতে নিলেন৷ এই নিয়ে চারটে সোনা জয় ভারতের৷
তাঁর সোনা জয়ের পরই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী থেকে সাইনা নেহওয়াল, মেরি কম সহ অন্যান্য অ্যাথলিটরা৷
Pramod Bhagat has won the hearts of the entire nation. He is a Champion, whose success will motivate millions. He showed remarkable resilience & determination. Congratulations to him for winning the Gold in Badminton. Best wishes to him for his future endeavours. @PramodBhagat83
— Narendra Modi (@narendramodi) September 4, 2021
Big big congratulations to u @PramodBhagat83 for winning the gold medal 🥇🇮🇳🇮🇳👏… #Badminton #TokyoParalympics 👍 pic.twitter.com/jB0sBaBczf
— Saina Nehwal (@NSaina) September 4, 2021
So amazing and satisfying moment for all of us. Congratulations 👏 https://t.co/jqizkceP2Z
— Dr. M C Mary Kom OLY (@MangteC) September 4, 2021
অন্যদিকে একইদিনে ব্যাডমিন্টনের SL3 বিভাগে ব্রোঞ্জ জেতেন মনোজ সরকার৷ তাঁর পারফরম্যান্সেও খুশি সকলে৷ প্যারালিম্পিক্সে পদকের সংখ্যা শেষ পর্যন্ত কত হয় সেটাই দেখার৷