প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছলেও, অসন্তোষের চোরাস্রোত পর্তুগাল শিবিরে| আর অবশ্যই তাদের নিশানায় উয়েফা| গ্রুপপর্ব এবং নক আউট ম্যাচের মধ্যে সময়ের ব্যবধান নিয়েই ক্ষুব্ধ পর্তুগাল কোচ ফার্ণান্দো স্যান্টোস| ফ্রান্সের বিরুদ্ধে হাড্ডহাড্ডি লড়াই| ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে ম্যাচ ড্র করে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে স্যান্টোজের দল| সেখানেই সমস্যা| মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে বেলজিয়ামের বিরুদ্ধে নামতে হবে রোনাল্ডো, স্যাঞ্চেজদের| তাতেই পর্তুগাল কোচের কপালে চিন্তার ভাঁজ|
এই মুহূর্তে বিশ্ব ফুটবলে এক নম্বর দল বেলজিয়াম| গ্রুপপর্বে একটিও ম্যাচ হারেনি তারা| সেই হ্যাজার্ডদের বিরুদ্ধে নামতে হবে পর্তুগালকে| যে ম্যাচে নামার আগে ফুটবলারদের বিশ্রামটা সবচেয়ে জরুরী| সেইসঙ্গে প্রস্তুতিও রয়েছে| কিন্তু মাত্র ৪৮ ঘন্টা সময়ে সেই সমস্তটা কীভাবে সম্ভব সেটাই বুঝে উঠতে পারছেন না পর্তুগীজ কোচ| উয়েফার এই সূচীতে খানিকটা হলেও অসন্তুষ্ট পর্তুগাল শিবির| সেইসঙ্গে রয়েছে স্পেনের উষ্ণ আবহাওয়া| বেলজিয়ামের বিরুদ্ধে সেভিয়ার স্টেডিয়ামে খেলতে নামবে পর্তুগাল| একে প্রস্তুতির সময় কম, সঙ্গে গরম| পর্তুগালের সামনে যে প্রতিকূলতা বেলজিয়ামের থেকে অনেক বেশি তা বেশ স্পষ্ট| তবে স্পেনে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর| এতকিছুর মাঝে সেটাই হয়ত একমাত্র আশা যোগাচ্ছে ফার্ণান্দো স্যান্টোসকে|