প্রধানমন্ত্রীর বার্তায় অলিম্পিকে নামার আগে আত্মবিশ্বাস আরও বাড়ছে ভারতীয় অ্যাথলিটদের| মঙ্গলবার ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন নরেন্দ্র মোদি|
সেখানেই সকলকে উদ্বুধ্ব করলেন তিনি| টোকিও অলিম্পিকের মঞ্চে এবার ভারত থেকে যাচ্ছেন ১২৬জন অ্যাথলিট| সেখানেই সকলের চোখ রয়েছেন নীরজ চোপরা, দ্যুতি চাঁদ, সানিয়া, মেরি কমদের দিকে|
এই করোনা পরিস্থিতিতে অ্যাথলিটদের মনোবল বাড়াতে নানান উপদেশ দিলেন তিনি| হাতে রয়েছে আরমাত্র ১০ দিন| ২৩ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক| সেখানে জিততে মরিয়া দ্যুতি চাঁদ|
ভারতীয় মহিলারা যে দেশের নাম আরও উজ্জ্বল করতে পারেন সেটাই দেখিয়ে দিতে চান তিনি| একইরকমভাবে চোট সারিয়ে এখন সুস্থ নীরজ চোপড়া| জ্যাভলিনে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিততে মরিয়া তিনিও| প্রধানমন্ত্রীর সঙ্গেও সেসব নিয়েও চলে কথাবার্তা|
ভারতীয় হকি দলের ঐতিহ্যের প্রসঙ্গ তুলেই অধিনায়ক মনপ্রীত সিংকে আরও উজ্জীবিত করলেন প্রধানমন্ত্রী| আর টোকিওয় নামার আগে সেটাই আত্মবিশ্বাস যোগাচ্ছে তাঁকে সহ গোটা ভারতীয় হকি দলকে| একইরকমভাবে মেরি কম, সানিয়া মির্জাদের সঙ্গেও অলিম্পিক প্রস্তুতি নিয়ে চলে কথাবার্তা| প্রধানমন্ত্রীর বার্তা পেয়ে উদ্বুদ্ধ ভারতীয় তারকা থেকে তরুণ অ্যাথলিটরা|
হাতে আর বেশি সময় নেই| এবার লক্ষ্য টোকিও অলিম্পিক| সমস্ত পরিসংখ্যান ভেঙে নতুন কীর্তি ভারতীয় অ্যাথলিটরা তৈরি করতে পারে কিনা সেটাই দেখার|