নয়াদিল্লি: যৌন হেনস্তা বিতর্কে এমনিতেই ডামাডোল চলছে ভারতীয় কুস্তিতে। এর মধ্যে নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। সামনেই এশিয়ান গেমস (Asian Games) এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ (World Championship)। এই দুই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয় কুস্তিগিরদের নাম ১৫ জুলাইয়ের মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছিল অলিম্পিক্স কাউন্সিল অফ এশিয়া (OCA)। তাতে চাপে পড়েছে ভারতীয় অলিম্পিক্স সংস্থার (IOA) নিযুক্ত অ্যাড-হক কমিটি। কারণ নাম পাঠানোর জন্য আগে ট্রায়াল আয়োজন করতে হয়, কিন্তু এখনও সে ট্রায়াল হয়ে ওঠেনি। ফলে এই মুহূর্তে কার্যত আর ১০ দিন পড়ে আছে। ট্রায়াল এবং নাম পাঠানো এই ক’দিনে সম্ভব কি না সেটাই প্রশ্ন।
জুনের শেষে ট্রায়াল হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে আন্দোলনকারী বজরং পুনিয়া, বিনেশ ফোগট, সাক্ষী মালিক, সঙ্গীতা ফোগট, সত্যব্রত কাদিয়ান কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে আবেদন করেন, যাতে ট্রায়াল পিছোনো হয়। না হলে প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় পাচ্ছিলেন না তাঁরা। কুস্তিগিরদের আবেদনে সাড়া দিয়ে ওসিএ-র কাছে আবেদন করে আইওএ, নাম পাঠানোর শেষ তারিখ ১৫ জুলাইয়ের পরিবর্তে ১০ আগস্ট করার অনুরোধ করে তারা। কিন্তু এখনও সে আবেদনের কোনও জবাব আসেনি।
আরও পড়ুন: Ajit Agarkar | BCCI | বিরাট কোহলিদের নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগরকর
ফলে ভারতীয় কুস্তিগিরদের এশিয়ান গেমসে অংশগ্রহণ এই মুহূর্তে বিশ বাঁও জলে। যদিও ভারতীয় অলিম্পিক্স সংস্থা এখনও আশাবাদী যে তাদের আবেদনে সাড়া মিলবে। কিন্তু সমস্যা হল, ভারতের এই আবেদনে অন্যান্য দেশ আপত্তি জানাতে পারে। তাছাড়া যত দেরি হবে ট্রায়ালের সময় তত কমবে। সব মিলিয়ে তাই ভারতীয় কুস্তিগিরদের ভবিষ্যৎ আদৌ উজ্জ্বল দেখাচ্ছে না।
এর মধ্যেই আবার প্রতিবাদী কুস্তিগিররা মার্কিন মুলুকে অনুশীলন করার আবেদন করেছেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে (Anurag Thakur) চিঠি লিখে তাঁরা জানিয়েছেন, আমেরিকার মিশিগান শহরে প্রস্তুতি নিতে চান। যদিও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার মিশন অলিম্পিক্স কমিটির কাঁধে তুলে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও ট্রায়াল দিতেই যদি দেরি হয় তাহলে মিশিগানে অনুশীলন আদৌ হবে কি না সন্দেহ।