নয়াদিল্লি: খরা কাটিয়ে অলিম্পিক্সে ভারতকে সোনা এনে দিয়েছেন নীরজ চোপড়া৷ তার পর থেকে হরিয়ানার যুবককে নিয়ে আনন্দে মেতেছে গোটা দেশ৷ নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আপামর দেশবাসী তাঁর অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমকে কুর্নিশ জানাচ্ছে৷ নীরজ শুধু দেশের নয়, ভারতীয় সেনার নাম উজ্জ্বল করেছে৷ তাই সুবেদার নীরজ চোপড়াকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে ভারতীয় সেনা৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, প্রকৃত জওয়ানের মতো লড়াই করেছেন নীরজ৷
আরও পড়ুন: সোনার ছেলে নীরজের জন্য ৬ কোটি আর্থিক পুরস্কারের ঘোষণা
নীরজ এর বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ভারতকে সোনা এনে দিয়েছেন৷ ২০১৬ সালে পোলান্ডে ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপে জ্যাভনিলে সোনা জিতেছিলেন৷ ২০১৮ সালে সোনা জেতেন এশিয়ান গেমসে৷ ভারতীয় অ্যাথলিট হিসাবে নীরজই প্রথম কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে সোনা জেতেন৷ তাই অলিম্পিক্সে জ্যাভলিনে তাঁর কাছ থেকে সোনার প্রত্যাশায় ছিল ভারত৷ নীরজ হতাশ করেননি৷ তাঁর সাফল্যের পরই ট্যুইট করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ লেখেন, ‘অলিম্পিক্সে নীরজ চোপড়ার সোনার জয় ভারতীয় সেনার খ্যাতি বাড়িয়েছে৷ অলিম্পিক্সে একজন প্রকৃত জওয়ানের মতো লড়াই করেছেন৷ গোটা দেশ এবং ভারতীয় সেনাবাহিনীর কাছে এটা ঐতিহাসিক মুহূর্ত৷ অনেক অনেক অভিনন্দন৷’ ভারতীয় সেনার অফিসিয়াল ট্যুইটার পেজ থেকে নীরজকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করা হয়৷
The Golden victory of Subedar Neeraj Chopra at the Olympic brings laurels for the Indian Army. He performed like a true soldier at the Olympics. It is indeed a historic and proud moment for the entire country including the Indian Armed Forces! Many congratulations to him! pic.twitter.com/nMfwXT9Tfy
— Rajnath Singh (@rajnathsingh) August 7, 2021
General MM Naravane #COAS and All Ranks of #IndianArmy congratulate Subedar Neeraj Chopra on winning Nation’s first ever #GoldMedal in #Javelin in Olympics with a throw of 87.58 meters at #TokyoOlympics.#MissionOlympics#Tokyo2020 pic.twitter.com/HUotK29P4K
— ADG PI – INDIAN ARMY (@adgpi) August 7, 2021
২৩ বছরের নীরজ ভারতীয় সেনার ৪ রাজপুতানা রাইফেলসের সুবেদার৷ হরিয়ানার খান্দ্রা গ্রামের এক দরিদ্র সাধারণ কৃষক পরিবারে জন্ম৷ ছোট থেকে বড্ড মোটা ছিলেন তিনি৷ যখন ১৩ বছর বয়স তখন তার ওজন ছিল ৮০ কিলো৷ ওজনের ভারে শরীর ঠিক মত নাড়াতে পারতেন না৷ তা দেখে চিন্তায় পড়ে যান নীরজের কাকু ভীম চোপড়া৷ ভাইপোর ওজন কমাতে তাকে জিমন্যাসিয়াম ভর্তি করে দেন৷ ট্রেনারকে বলে দেন, নীরজের ওজনকে নিয়ন্ত্রণে আনতে হবে৷ ওজন কমাতে খেলার দুনিয়ায় প্রবেশ নীরজের৷