সাওপাওলো: পেলে সুস্থ| আইসিইউতে থাকলেও, খোশ মেজাজেই রয়েছেন ফুটবলের কিংবদন্তী| বক্সিংয়ের পর এবার হাসপাতালেই গান গাইলেন পেলে| স্যান্টোজের অ্যান্থেমই ফের শোনা গেল পেলের গলায়| আর তাতেই আপ্লুত সকলে|
সেপ্টেম্বরের শুরুতে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন পেলে| কোলনের টিউমার অস্ত্রোপচারের জন্যই ভর্তি হতে হয়েছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নকে| অস্ত্রোপচার সফল| তবুও কয়েকদিন তাঁকে আইসিএউতে রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিতসকরা| দু-তিনদিন থাকার পরই রিকভারি রুমে স্থানান্তরিত করা হয়ছিল ব্রাজিলিয়ান তারকাকে|
এরপরই হঠাত উদ্বেগ দেখা দেয় পেলে ভক্তদের মনে| কারণ, ফের আইসিইউতে স্থানান্তরিত করা হয় পেলেকে| যে খবর উদ্বেগ বাড়ানোর জন্য যথেষ্ট| তিনি কতটা সুস্থ তা নিয়েও শুরু হয়েছিল নানা প্রশ্ন|
হাসপাতাল থেকেই নিজের সুস্থতার কথা জানিয়ে প্রথম বার্তা দেন পেলে| এরপরই তাঁর বক্সিংয়ের শ্যাডো প্র্যাক্টিসের ভিডিও দেন পেল কন্যা| আর এবার তো সবকিছু পেড়িয়ে, পেলে গানই গেয়ে ফেললেন|
ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছেন| ঘরের ক্লাব স্যান্টোজের হয়ে বহু মণিমুক্ত ছড়িয়েছেন ফুটবলের মাঠে| বহু রেকর্ড রয়েছে তাদের জার্সিত| সেই স্যান্টোজের অ্যান্থেমই এদিন শোনা গেল ফুটবল সম্রাটের গলায়| হাসপাতালেই তাঁর সঙ্গে গলা মেলালেন ব্রাজিলের দুই গায়ক ও গয়িকা|
আইসিইউতে সেই ছবিই ধরে রাখলেন পেলে কন্যা| ফুটবলের সম্রাট সুস্থ থাকার পশাপাশি বেশ খোশ মেজাজেই যে রয়েছেন, তাও আপাতত স্পষ্ট|