সাওপাওলো: নতুন অবতারে পেলে| এখন তিনি তাস প্রশিক্ষক| প্রায় এক মাস হতে চলল হাসপাতালে রয়েছেন ফুটবল সম্রাট| অস্ত্রোপচারের পর সুস্থও হয়ে উঠছেন| হাতে সময় রয়েছে প্রচুর| সেই অবসর সময়ে এখন মেয়ের তাস প্রশিক্ষক হয়েছেন কিংবদন্তী পেলে|
হাসপাতালের আইসিইউয়ের বেডে বসেই মেয়েকে তাস খেলা শেখাচ্ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী| সেই খেলায় জিতছেনও তিনিই| সেপ্টেম্বরের শুরুতে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পেলকে| কোলন টিউমারের অস্ত্রোপচারের জন্য|
অস্ত্রোপচার একেবারে সফল হয়েছে ৮০ বর্ষীয় কিংবদন্তী তারকার| যদিও হাসপাতাল থেকে এখনও ছাড়া পাননি তিনি| আইসিইউ থেকে বেরোলেও, ফের শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাঁকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ| যা নিয়ে সকলের মনেই বেড়েছিল উদ্বেগ|
যদিও পেলে নিজেই সেই উদ্বেগ কাটিয়েছেন| কখনও বক্সিং করতে দেখা গিয়েছে| আবার কখনও তাঁকে দেখা গিয়েছে গান গাইতে| গত বুধবারই ব্রাজিলের দুই গায়কের সঙ্গে স্যান্টোজের অ্যান্থেম গাইতে দেখা যায় কিংবদন্তী ফুটবলারকে|
আর শনিবার সেই পেলেই তাসারু| হাসপাতালের বেডে বসে মেয়েকে তাস খেলার প্রশিক্ষণ দিচ্ছেন তিনবারের বিশ্বকাপ জয়ী ফুটবলার| তাঁর মেয়েই সেই ছবি দিয়েছেন সোশ্যাল সাইটে| যা দেখে পেলে ভক্তরা যেমন আপ্লুত, তেমনই উদ্বেগহীনও| এখন শুধুই তাড়াতাড়ি ফুটবল সম্রাটের হাসপাতাল থেকে বাড়ি ফেরার অপেক্ষা|