আবার অস্ত্রোপচার করতে হল। এবার একটি টিউমারকে শরীর থেকে কেটে বাদ দেওয়া হল।
শোনা যাচ্ছিল, অজানা এক রোগে ছয় দিন ধরে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি আছেন পেলে। রোগ সঠিকভাবে ধরা না পড়লেও পেলেকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এমনটা জানিয়েছিলেন তাঁর ম্যানেজার জো ফ্রাগা। এবার রোগটা সম্পর্কে জানা গেল। মলাশয়ে টিউমার ধরা পড়লো। আর দেরি না করে, অস্ত্রোপচার করা হয়েছে ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলারের।
এখনও এক বছর হয়নি আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাদোনা। জীবনের শেষবেলায় পৌঁছে গেছেন পেলে। শারীরিকভাবে খুব যে ভালো আছেন পেলে, তা কিন্তু বলা হয়নি। তাই সম্প্রতি চিন্তায় ফেলে দিয়েছিল ভক্ত-সমর্থকদের।
আরও পড়ুন: ভারতের বিরাট সাফল্যে মুগ্ধ সৌরভ-সচিন
অস্ত্রোপচার সফল হয়েছে এটাই সুখবর । পেলের নিজস্ব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে এই খবরটি দিয়েছেন। ইনস্টাগ্রামে পেলে লিখেছেন, ‘বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাই আমার খোঁজ নেওয়ার জন্য, আমাকে মেসেজ পাঠানোর জন্য। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ আমি এখন অনেকটাই সুস্থ বোধ করছি। ডঃ ফাবিও ও ডঃ মিগেলকে ধন্যবাদ জানাই আমার প্রতি সারাক্ষণ খেয়াল রাখার জন্য। গত শনিবার মলাশয়ের ডানদিকে সন্দেহজনক টিউমার অপসারণের জন্য আমার অস্ত্রোপচার করা হয়। নানান পরীক্ষা-নিরীক্ষার পর এই টিউমার ধরা পড়েছিল।’
শরীরের অবস্থা যতই খারাপ হোক না কেন, হাসিমুখে বরাবরের মতো সবধরনের প্রতিকূলতার সঙ্গে লড়াই করবেন বলে জানিয়েছেন ৮০ বছর বয়সী ফুটবল সম্রাট, ‘ দুর্দান্ত সব সাফল্য সবার সঙ্গে ভাগ করতে পারার অভ্যাস আমার আছে। এই ম্যাচটাও আমি হাসিমুখে সফলতার সঙ্গে খেলব। আমার পরিবার ও বন্ধুবান্ধবদের ভালোবাসা সবসময় থাকবে, আমি জানি।’
🚨 Football legend #Pele has undergone a surgery after being diagnosed with colon tumour.
The hospital claims 80-years old Pele is in 'good health'. pic.twitter.com/lfbfXYXQa1
— Sported by TNEC (@sported_tnec) September 7, 2021
পাশাপাশি পেলেকে নিয়ে একটা বিবৃতি প্রকাশ করেছে সাও পাওলো হাসপাতাল। তাঁরা জানিয়েছে, আপাতত পেলেকে আইসিসিইউতে রাখা হলেও ২-৩ দিনের মধ্যেই তাঁকে সাধারণ কেবিনে নিয়ে যাওয়া হবে। পেলের মলাশয়ের সেই টিউমার আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
২০১২ সালে একবার থাইয়ের প্রতিস্থাপন সার্জারি হয়েছিল পেলের, যা সফল হয়নি। এরপর থেকে হুইলচেয়ারেই চলাচল করেন তিনি । তাই বিভিন্ন অনুষ্ঠানে পেলেকে এখন আর আগের মতো দেখা যায় না। এ ছাড়াও বিভিন্ন সময়ে কিডনি ও প্রোস্টেটের সমস্যার জন্যেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।
ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠতম তারকাদের একজন পেলে। তিনিই একমাত্র ফুটবলার, যিনি বিশ্বকাপ জিতেছেন তিনবার। পেলের তিন বিশ্বকাপ জয়ের কীর্তি আর কারও কখনো ছোঁয়া হবে কি না-এনিয়ে সংশয় রয়ে গেছে । ক্লাব ক্যারিয়ারে তিনি উজ্জ্বল ছিলেন সান্তোস ও নিউ ইয়র্ক কসমসের হয়ে। ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলও করেছেন পেলে, ৭৭টি ।
গোটা ফুটবল দুনিয়া এখন তাঁর সম্পূর্ণ সুস্থতা কামনা করে চলেছে।
ছবি:সৌ টুইটার।