কলকাতা: ২৭ নভেম্বর আইনি বিয়ে সেরেছেন অভিনেতা (Actor) পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। আর বিয়ের পরই হানিমুনে (Honeymoon) গিয়েছেন এই দম্পতি। পরমব্রত কোনও ছবি পোস্ট না করলেও পিয়ার সোশ্যাল মিডিয়ার পেজে চোখ রাখলে বেশ কিছু আপডেট পাওয়া যাচ্ছ। এই মুহূর্তে ইউরোপে হানিমুনে গিয়েছেন তাঁরা।
ফেসবুক-ইনস্টাগ্রাম স্টোরিতে রিল আর ছবি শেয়ার করছেন পরমপত্নী। তবে কোনও ছবিতেই যুগলকে দেখা যচ্ছে না। ফেসবুকের স্টোরিতে টুপি পরে হাতে পানীয়ের গ্লাস নিয়ে রিল শেয়ার করেছেন। আর ইনস্টা স্টোরিতে রয়েছে নিজেকে ভালোবাসার বার্তা। পিয়া লেখেন, ‘মনে রাখবেন নিজেকে ঠিক ততটাই ভালোবাসুন ঠিক যতটা অন্য মানুষকে ভালোবাসেন।’
আরও পড়ুন: দীর্ঘ দিন পর বাংলা ছবির পরিচালনায় অনিরুদ্ধ রায়চৌধুরী
আট বছর আগে ৬ ডিসেম্বর অনুপমের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন পিয়া। আর এই দিনেই পরমের সঙ্গে মধুচন্দ্রিমায় বিদেশের মাটিতে সময় কাটাচ্ছেন পিয়া। তবে, টলিউডে সূত্রে খবর, পরমব্রতর জন্যই অনুপমের সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছেন। ২০১৫ থেকে সবটাই ঠিকঠাক ছিল। ২০২০-তে এসেই ছন্দপতন ঘটে। এরপর ২০২১- এ আইনিভাবে আলাদা হয়ে যায় দুজনের পথ।
দেখুন আরও অন্য খবর