ইসলাবাদ: ভারতের মাটিতে খেলতে আসতে পাকিস্তান কি ভয় পাচ্ছে? আইসিসির ক্রীড়াসূচি তৈরি হওয়ার পরও পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাক সরকারের মধ্যে এই বিষয়ে এখনও দোলাচল রয়ে গিয়েছে। সম্প্রতি জি-২০ বৈঠকে ভারতে আসার ব্যাপারে আপত্তি তুলেছিল ইসলামাবাদ। এছাড়াও অভ্যন্তরীণ রাজনীতিতে কাশ্মীর প্রসঙ্গ নিয়ে পাক সরকারকে ভারত বিরোধিতার ছায়াযুদ্ধ চালিয়ে যেতে হয়। এবার বিশ্ব ক্রিকেটের অন্দরেও সেই রাজনীতি রঙ ঢুকে পড়ল।
বিশ্বকাপের সময়সূচি ঘোষণার আগে থেকেই ভারতে এসে ম্যাচ খেলার বিষয় নিয়ে পাকিস্তানের তরফে নানান মত রাখা হয়েছিল। সূচি ঘোষণার পরেও আহমেদাবাদ সহ বেশ কয়েকটি জায়গায় খেলতেও চাইনি পিসিবি। এত জল্পনার মধ্যেই জানা যাচ্ছে, ভারত সফরের জন্য এখনও পর্যন্ত বাবর আজমদের অনুমতি দেয়নি পাকিস্তান সরকার। পিসিবির হাতে সেই অনুমতি পত্র না এলে পাক ক্রিকেটররা বিশ্বকাপের একটিও ম্যাচ খেলতে পারবেন।
প্রধানমন্ত্রী শাহবাজ আহমেদের পাশাপাশি পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কাছেও ভারত সফরের জন্য চিঠি পাঠিয়েছে পাক পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে সেই চিঠির উত্তর এখনও আসেনি বলে দাবি বোর্ডের। সূত্রের খবর, গত ২৬ জুন পিসিবি এই চিঠি পাঠিয়েছে পাক সরকারের বিভিন্ন দফতরে। চিঠিতে জানানো হয়েছে ভারতের কোন কোন শহরে বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে পাক ক্রিকেটারদের।
আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটের দিকে যদি আমার নজর রাখি তবে দেখতে পারব সেই রাজনীতির জন্য দুই দেশের ক্রিকেট মহলেও বাড়তি প্রভাব পড়ে। ২০০৭ সালের পর থেকে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ় খেলেনি। এমনকী এশিয়া কাপের সময় ভারতীয় দলকে পাকিস্তানে পাঠাতে সাফ না করে দিয়েছিল বিসিসিআই। এবার পাল্টা চাপ বজায় রাখতে চাইছে পিসিবি।