শারজা: হারিস রওফের দুর্ধর্ষ বোলিংয়ে মধুর প্রতিশোধ পাকিস্তানের| নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের রাস্তা প্রায় পাকা পাকিস্তানের| আর তাতেই রবিবার কার্যত ডু অর ডাই ম্যাচ ভারতের সামনে| কোয়ার্টার ফাইনাল বললেও হয়ত খুব একটা ভুল হবে না| এখন থেকেই শুরু হিসাব নিকাশ|
প্রথম ম্যাচে ভারতকে হারিয়েই গ্রুপের চিত্রটা বদলে দিয়েছিল পাকিস্তান| ভারতের সেমিফাইনালের সমীকরণটাও বদলে গিয়েছিল| এদিন তাই সকলের চোখ ছিল পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকে| পাকিস্তান জিতলে খানিকটা হিসাবের খাতা ধরে খানিকটা হলেও অক্সিজেন বাড়বে বারতীয় শিবিরে| অবশেষে সেটাই হয়েছে| আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে জিতলেই, অনেকটা এগিয়ে যাবে|
এদিন শারজায় টস জিতে ফের প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম| এদিন শাহিন আফ্রিদির চমক তেমন দেখা যায়নি| তাবে অবশ্য কিউই ব্যাটিং লাইনআপকে ধসাতে খুব একটা অসুবিধা হয়নি পাকিস্তানের| এদিন শারজার পিচে জ্বলে উঠেছিলেন হ্যারিস রওফ|
A late blitz from Asif Ali and Shoaib Malik helped Pakistan continue their momentum at the #T20WorldCup 2021 ? #PAKvNZ report ? https://t.co/sjTSVOj61x
— ICC (@ICC) October 26, 2021
তিনি একাই নিলেন ৪ উইকে| রান দিলেন মাত্র ২২| গাপটিল, কনওয়ে, স্যান্টনার এবং গ্লেন ফিলিপসদের সাজঘরের রাস্তা দেখিয়ে দেন তিনিই| মাঝে কেন উইলিয়ামসন ২৫ রানে রান আউট হন| নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন এদিন মিচেল আর কোনওয়েই| ১৩৪ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস|
যদিও শারজার পিচে পাকিস্তান ব্যাটররাও খুব সহজে জয় তুলতে পারেননি| পাঁচ উইকেট হারাতে হয় বাবর আজমদেরও| বাবর, ফকর জামন, হাফিজ তিনজনই চূড়ান্ত ব্যর্থ| রিজওয়ান চেষ্টা চালালেও, ৩৩ রানে থামতে হয় তাঁকেও| ৬৯ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় পাকিস্তানও| শেষ মুহূর্তে শোয়েব মালিক এবং আসিফ আলি না খেললে ম্যাচের ফলাফল অন্যকিছু হতেই পারত| যদিও তা হয়নি| ৮ বল থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান|