কলম্বো: আগামী রবিবার এশিয়া কাপের (Asia Cup) ফাইনাল। পাকিস্তান (Pakistan) এবং শ্রীলঙ্কাকে (Sri Lanka) হারিয়ে ভারত আগেই ফাইনালে উঠে বসে আছে। রোহিত শর্মাদের (Rohit Sharma) প্রতিপক্ষ কে তা নির্ধারিত হয়ে যাবে আজ বৃহস্পতিবারেই। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে (Premadasa Stadium) এদিন মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। আজকের এই ম্যাচ কার্যত সেমিফাইনাল। যে জিতবে সে-ই ফাইনালে। তবে আজকের ম্যাচেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেল কোন দল ফাইনালে উঠবে?
দুই ম্যাচ জিতে ভারতের (India) পয়েন্ট চার, পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে বিরাট কোহলিদের নেট রান রেট ২.৬৯০। বাবর আজম (Babar Azam) এবং দাসুন শনাকারা (Dasun Shanaka) একটা করে ম্যাচ জিতেছেন এবং হেরেছেন, ফলে তাঁদের দলের পয়েন্ট ২ করে। কিন্তু পাকিস্তানের সমস্যা রান রেট, ভারতের কাছে ২২৮ রানে হেরে তাদের নেট রান রেট -১.৮৯২। শ্রীলঙ্কার রান রেট সেখানে -০.২০০। অর্থাৎ বৃষ্টিতে খেলা না হলে ফাইনালে যাবে শ্রীলঙ্কাই।
আরও পড়ুন: অবসর থেকে ফিরে মহাকাব্যিক ইনিংস বেন স্টোকসের, ১৮২ করলেন ১২৪ বলে
আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?
আজ সকালে কলম্বোয় (Colombo) ৭০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। ম্যাচের সময়েও একই পরিস্থিতি। সন্ধে এবং রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কমে ৫০ শতাংশে দাঁড়াবে। পাকিস্তান চাইবে অন্তত ২০ ওভারের ম্যাচ হোক। ভারত শ্রীলঙ্কাকে হারানোয় সুবিধা পেয়েছিলেন বাবররা। কিন্তু বৃষ্টির ভ্রুকুটিতে ফের ব্যাকফুটে। খেলা যদি হয় তাহলে আরও একটা জিনিসের মোকাবিলা করতে হবে পাকিস্তানকে, তা হল শ্রীলঙ্কার দর্শক সমর্থন।
ভারতের বিরুদ্ধে জাতীয় দলের পাশে দাঁড়িয়েছিলেন লঙ্কান সমর্থকরা। এশিয়া কাপে ওই ম্যাচেই সবথেকে বেশি দর্শক সমাগম হয়েছিল। দলের প্রতিটি রান, বোলারদের প্রতিটি বলের সময় উৎসাহ দিয়েছেন তাঁরা। আজ জিতলে ফাইনাল এবং পরপর দু’বার এশিয়া কাপ জয়ের হাতছানি, কাজেই প্রেমদাসা স্টেডিয়াম আজও হাউসফুল হবে।